|
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছির আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. দীপু মণি ১৫ থেকে ২৩ জুন আনুষ্ঠানিকভাবে চীনে সফর করেন। এবারের চীন সফরকালে পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি পর্যায়ক্রমে শাংহাই, সিআন ও পেইচিং সফর করেন। তিনি পৃথক পৃথকভাবে চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিং, পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি আর স্থানীয় সরকারের প্রধানদের সঙ্গে সাক্ষাত্ ও বৈঠক করেন। এ সফরকালে তিনি সিনহুয়া বার্তা সংস্থা, কেন্দ্রীয় টেলিভিশন, পিপলস ডেইলি এবং চীন আন্তর্জাতিক বেতারসহ চীনের প্রধান প্রধান তথ্যমাধ্যমকে সাক্ষাত্কার দেন। তিনি মনে করেন, বাংলাদেশ এখন দ্রুত উন্নত হচ্ছে। উন্নয়নের পথে অনেক সুযোগ আছে। এর মধ্যে চীন হচ্ছে বাংলাদেশের জন্য এক বড় সুযোগ।
চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মণির সাক্ষাত্
২২ জুন পেইচিংয়ের গণ মহা ভবনে চীনের ভাইস-প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দীপু মণি সাক্ষাত্ করতে গেলে চীনা নেতা বলেন, চীন ও বাংলাদেশ হচ্ছে ঘনিষ্ঠ বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী রাষ্ট্র। দু'দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৬ বছরে তাদের সম্পর্ক সুষ্ঠুভাবে বিকশিত হয়ে আসছে। তাইওয়ান ও তিব্বতসহ চীনের কেন্দ্রীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে চীনকে মূল্যবান সমর্থন দেয়ার জন্য চীন বাংলাদেশের ভূয়সী প্রশংসা করে। সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ উভয় উন্নয়নশীল দেশ, উভয় আর্থ-সামাজিক উন্নয়ন বেগবান করা এবং জনগণের জীবনযাপনের মান উন্নত করার ওপর মনোযোগ দিচ্ছে। বর্তমানে চীন ও বাংলাদেশের সম্পর্কোন্নয়ন এক গুরুত্বপূর্ণ সুযোগের সম্মুখীন হচ্ছে। দুদেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা সুসংহত ও উন্নয়ন করা হচ্ছে চীন সরকারের অবিচল নীতি। দু'দেশের সার্বিক সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে নতুন পর্যায়ে এগিয়ে নেয়ার জন্য চীন বাংলাদেশের সঙ্গে যৌথভাবে প্রচেষ্টা চালাতে ইচ্ছুক।
একই দিন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি দীপু মণির সঙ্গে বৈঠক করার সময় বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ও বাংলাদেশের সম্পর্ক সর্বক্ষেত্রে উন্নত হয়েছে। দুদেশের ঊর্ধ্বতন পর্যায়ের যোগাযোগ ঘন ঘন হয়েছে। অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ প্রকল্পে সক্রিয় অগ্রগতি অর্জিত হয়েছে। চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ওপর অত্যন্ত গুরুত্ব দেয়। চীন অব্যাহতভাবে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য যথাসাধ্য সাহায্য দিতে, আন্তর্জাতিক ও আঞ্চলিক সমস্যায় বাংলাদেশের সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করতে এবং দ্বিপক্ষীয় সম্পর্ক সার্বিকভাবে গভীরতর করতে ইচ্ছুক।
ড. দীপু মণি পুনরায় ঘোষণা করেন, বাংলাদেশ দৃঢ়ভাবে এক-চীন নীতি অনুসরণ করে। তিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে চীনের দেয়া সমর্থন ও সাহায্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশ চীনের সঙ্গে যৌথভাবে বিভিন্ন ক্ষেত্রে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণ করবে এবং দু'দেশের সহযোগিতার মান অনবরতভাবে উন্নত করবে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে সাক্ষাত্কার দেন
বন্ধুরা, এবার শুনুন চীন আন্তর্জাতিক বেতারকে দেয়া বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি বিশেষ সাক্ষাত্কার। জানুন চীন ও বাংলাদেশ সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |