|
লিবিয়া সরকারের মুখপাত্র মুসা ইব্রাহিম ২৪ মে বলেছেন, ন্যাটোর জঙ্গি বিমান ২৩ মে গভীর রাতে ও ২৪ মে ভোররাতে দেশটির রাজধানী ত্রিপোলি ও তার নিকটবর্তী এলাকায় বোমাবর্ষণ করেছে। এতে ১৯জন নিরীহ নাগরিক নিহত ও ১৩০জনেরও বেশি আহত হয়।
ইব্রাহিম বলেন, ১৯ মার্চ ন্যাটো লিবিয়ায় সামরিক অভিযান শুরু করার পর সর্বশেষ এ বিমান হামলা ছিল সবচেয়ে গুরুতর। মানুষ হতাহত হওয়া ছাড়া, বিপুল পরিমাণ সম্পত্তিরও ক্ষতি হয় এ আক্রমণে। (লতা)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |