Web bengali.cri.cn   
পাক নৌবাহিনীর বিমানঘাঁটি হামলার শিকার
  2011-05-23 19:29:34  cri

"fullScreen" VALUE="0">







    পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তা ২৩ মে নিশ্চিত করেছেন যে, সে দেশের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরের মেহরান বিমান ঘাঁটি ২২ মে গভীর রাতে সশস্ত্র হামলার শিকার হয়।

    এতে বেশ কয়েকটি বিমান ধ্বংস এবং ৮জন হামলাকারীসহ কমপক্ষে ১২জন নিহত হয়।

    জানা গেছে, ১০-১৫ জন হামলাকারী গ্রেনেড, রকেট ও স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে স্থানীয় সময় রাত সাড়ে ১০টায় ওই ঘাঁটির ওপর হামলা চালায়।

    হামলাকালে ঘাঁটিতে কমপক্ষে ৯টি বোমা বিস্ফোরণ ঘটে। হামলাকারী এবং নৌবাহিনী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে তুমুল গুলিবিনিময় হয়। এ সময় নৌবাহিনীর দুজন কর্মকর্তা নিহত এবং একটি পি-৩সি 'ওরিয়ন' সামুদ্রিক প্রহরা বিমান একেবারে ধ্বংস হয়।

    দুঘন্টারও বেশি সময় ধরে চলা গুলিবিনিময়ের পর নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040