|
জি-২০ গ্রুপের সংসদের স্পীকার সম্মেলন ১৯ মে সিউলে শুরু হয়েছে। অংশগ্রহণকারীরা অভিন্ন নিরাপত্তা ও উন্নয়ন সমন্বয়সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন ।
দক্ষিণ কোরিয়ার সংসদের স্পীকার পার্ক হি তাই উদ্বোধনী অনুষ্ঠানে বলেন , এখন আন্তর্জাতিক সম্প্রদায় পারমাণবিক বিদ্যুত কেন্দ্রের দুর্ঘটনা, বিশ্বব্যাপী প্রাকৃতিক দুর্যোগ, দারিদ্র্য, এবং সন্ত্রাসসহ নানা হুমকীর সম্মুখীণ। সংকট কাটিয়ে উঠার জন্য জি-২০ গোষ্ঠির সরকার ও সংসদকে নিবিড়ভাবে সহযোগিতা করতে , সহযোগিতার মাধ্যমে জি-২০ গোষ্ঠির শীর্ষ সম্মেলনে অর্জিত সাফল্য সুসংবদ্ধ করতে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য বস্তুগত পরিবর্তন এনে দিতে হবে । যাতে মানবজাতি অভিন্ন নিরাপদ, সমৃদ্ধিশালী ও সুষম উন্নয়নের পথে গতিশীল করতে পারে।
" উন্নয়ন ও বৃদ্ধি ত্বরান্বিত করা , অভিন্ন সমৃদ্ধি বাস্তবায়ন করা" শিরোনামে সম্মেলনটিতে ২৬টি দেশের সংসদ স্পীকার, ভাইস স্পীকারগণ উপস্থিত ছিলেন । তারা বিশ্ব শান্তি ও সন্ত্রাস দমন , বিশ্বব্যাপী নিরাপত্তা, শিল্পোন্নত দেশের উন্নয়ন অভিজ্ঞতা ভাগাভাগি করা , আর্থিক সংকটের পর আন্তর্জাতিক সহযোগিতাসহ নানা বিষয়ে আলোচনা করবেন ।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |