পেইচিংয়ে রবীন্দ্রনাথঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী অনুষ্ঠিত
2011-05-13 20:56:54 cri
<
২০১১ সাল হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তী। চীন ও ভারতের সাংস্কৃতিক বিনিময় জোরদার করার জন্য চীনের বৈদেশিক মৈত্রী সমিতি এ বছরের ৭ মে পেইচিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫০তম জন্মজয়ন্তীর উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। চীনের বৈদেশিক মৈত্রী সমিতির চেয়ারম্যান ছেন হাও সু, চীনে ভারতের নিযুক্ত রাষ্ট্রদূত এস. জয়শংকর এবং চীনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত মুনসি ফয়েজ ভাষণ দিয়েছেন এবং রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে বিশ্ব সংস্কৃতি ও শান্তিপূর্ণ বন্ধুত্বপ্রতীম ব্রতের জন্য তাঁর মহান অবদানের উচ্চ পর্যায়ের মূল্যায়ন করেছেন। দেশ বিদেশের শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রের ব্যক্তিরা এতে অংশ নিয়েছেন এবং রবীন্দ্রনাথের সাহিত্য কর্মের কয়েকটি বিষয়ের ওপর আলোচনা সভা আয়োজন করেছেন। এছাড়া এ অনুষ্ঠানেও রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের প্রদর্শনী, কবিতা আবৃত্তি এবং নৃত্য ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে চীনের দর্শক ও পাঠকদের রবীন্দ্রনাথ ঠাকুরের মহান সাফল্যে দিকই তুলে ধরেছেন। (জিনিয়া ওয়াং)