Web bengali.cri.cn   
বিশ্ব উদ্যানমেলার স্বেচ্ছাসেবকের সঙ্গে সি আন শহর পরিদর্শন
  2011-05-12 18:33:17  cri

চীনের সি আনে বিশ্ব উদ্যানমেলা-২০১১ ২৮ এপ্রিল শুরু হয়েছে। এর আগে এ মেলা ১৯৯৯ সালে চীনের খুনমিং এবং ২০০৬ সালে শেনইয়াং শহরে আয়োজন করা হয়েছিলো। পাঁচ বছর পর বিশ্ব উদ্যানমেলা আবার চীনে এসেছে। এবার হাজার বছরের ইতিহাসসমৃদ্ধ প্রাচীন শহর সি আন বিশ্বের কাছে কি ধরনের আশ্চর্য বয়ে আনবে? ২০১০ সালের শাংহাই বিশ্বমেলার মতো বিশ্ব উদ্যানমেলার জন্যও অনেক স্বচ্ছাসেবক আছে। আজকের অনুষ্ঠানে আমরা তাদের একজনের সঙ্গে এই উদ্যান মহাসম্মেলনী সম্পর্কে জানবো।

সি আন আন্তর্জাতিক অধ্যায়ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওয়াং নিয়ান লি এবারের বিশ্ব উদ্যানমেলার একজন স্বেচ্ছাসেবক। বিশ্ববিদ্যালয়ে পর্যটন বিষয়ে লেখপড়া করার মধ্য দিয়ে তিনি বিশ্ব উদ্যানমেলা ও সি আন শহরের দর্শনীয় স্থানগুলোর সঙ্গে সম্যক পরিচিত হন। তার ধারণায়, এবারের প্রদর্শনীর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো 'সবুজ পরিবেশ-বান্ধব'। তিনি বলেন,

"এবারের সি আন বিশ্ব উদ্যানমেলার প্রতিপাদ্য হলো 'সৃজনশীল প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে শহরের সম্প্রীতিময় সহাবস্থান'। সুযোগ পেলে সি আন শহরে বেড়াতে আসলে পর্যটকরা আবিষ্কার করবেন যে, প্রতিটি জায়গা সবুজে ভরপুর। সব জায়গাই সহজ, অবিলাসী, স্বল্প-কার্বন নিঃসরণ, স্বল্প ভোগ, প্রকৃতিতে ফিরে আসা এবং সবুজ-জীবন ফ্যাশন অন্বেষণের বিষয়ে পরিণত হয়েছে।"

এবারের বিশ্ব উদ্যানমেলার প্রধান স্থান হলো কুয়াং ইয়ুন থান। প্রাচীনকালে এ জায়গাটিকে ছান বা নদীর তীর বলে গণ্য করা হতো। ছান নদী ও বা নদী ছিলো প্রাচীন সি আনের আটটি নদীর সবচেয়ে পূর্বে অবস্থিত দুটি। জায়গাটি প্রাচীন সি আনের প্রধান বন্দরের মধ্যেও অন্যতম। সাম্প্রতিক বছরগুলোতে সি আন শহরের সরকার কুয়াং ইয়ুন থান অঞ্চলে পরিচালনা-প্রকল্প চলিয়ে আসছে। ওয়াং সিয়ান লি বলেন,

"২০০৫ সালে শহরের প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের জন্য কুয়াং ইয়ুন নদীর সংরক্ষণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সি আন শহরের সরকার এ সংরক্ষণ কাজের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ওপর সজাগ দৃষ্টি রেখে আসছে। তা ছাড়া, সি আন সরকার ব্যাপকভাবে পানি বিশুদ্ধকরণ প্রকল্প চালিয়ে আসছে। ভাঙ্গন, ধস এবং পানি ও মাটির ক্ষয় - সঠিক উপায়ে এ তিনটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার মধ্য দিয়ে কুয়াং ইয়ুন নদীকে আগের অবস্থা ফিরিয়ে আনা হয়েছে।"

কয়েক বছরের সংরক্ষণ কাজ এবং নদীর পলিমাটি নিষ্কাষণ প্রকল্পের ফলে সি আন শহরের প্রাকৃতিক পরিবেশ ব্যাপকভাবে উন্নত হয়েছে। এর সঙ্গে সঙ্গে বিশ্ব উদ্যানমেলার প্রধান স্থাপত্যকর্মের নির্মাণ কাজও পুরোপুরিভাবে শেষ হয়েছে। ওয়াং নিয়ান লি বলেন,

"পর্যটকরা নৌকায় চড়ে কুয়াং ইয়ুন নদীতে নানা ধরনের বিষয় দেখার পাশাপাশি পানিতে নানা ধরনের ফুল ও ঘাসের সৌন্দর্যও উপভোগ করতে পারবেন।"

বিশ্বের সুপ্রাচীন সভ্যতার চারটি রাজধানীর মধ্যে একটি হিসেবে সি আনের ইতিহাস ও সংস্কৃতির নানা আকর্ষণীয় উপাদান রয়েছে। নানা ধরনের দর্শনীয় স্থানও অসংখ্য। ওয়াং নিয়ান লি সি আন শহরের ঘড়িস্তম্ভের সঙ্গে আমাদেরকে পরিচয় করিয়ে দেন। এটি হাজার বছরের ইতিহাসসম্পন্ন এই প্রাচীন শহরের প্রতিনিধিত্বকারী একটি স্থাপত্য এবং এটি সি আনের সবেয়ে জাঁকজমকপূর্ণ রাস্তায় অবস্থিত। ওয়াং নিয়ান লি বলেন,

"ঘড়ি স্তম্ভের উচ্চতা হলো ৩৬ মিটার। ১৩৮৪ সালে এটি স্থাপন করা হয়। এটি চীনের সব ঘড়িস্তম্ভের মধ্যে বৃহত্তম ও সবচেয়ে পূর্ণাঙ্গ।"

প্রিয় শ্রোতাবন্ধুরা, ২৮ এপ্রিল বিশ্ব উদ্যানমেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। উদ্বোধনীর দিন থেকে পরের অর্ধ বছরের যে কোন সময়ে আপনি বিশ্বের এই মহাসম্মিলনী এবং প্রাচীন শহর সি আনের ইতিহাস ও সংস্কৃতির অসীম আকর্ষণীয় শক্তি অনুধাবন করতে পারেন। যে কোন সময়ে আপনি সি আন শহরের সবচেয়ে প্রিয় বন্ধু। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040