Web bengali.cri.cn   
বিশ্ব উদ্যান মেলা-২০১১ উদ্বোধন (ছবি)
  2011-04-28 19:04:10  cri

২৮ এপ্রিল সকালে ২০১১ সালের সিআন বিশ্ব উদ্যানমেলার উদ্বোধনী অনুষ্ঠান চীনের শেনশি প্রদেশের সিআন শহরের চেনবা প্রাকৃতিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে। এবারের বিশ্ব উদ্যানমেলা হচ্ছে ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস ও ২০১০ সালের শাংহাই বিশ্বমেলার পর চীনের মূলভূভাগ আয়োজিত আরেকটি আন্তর্জাতিক মহাসম্মিলনী এবং নয়াচীন প্রতিষ্ঠার পর চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে আয়োজিত সর্বোচ্চ মানের ও সবচেয়ে বিরাট আকারের একটি আন্তর্জাতিক প্রদর্শনী।

সকাল ১০টায় শেনশি প্রাদেশিক পার্টি সমিতির সম্পাদক চাও লে চি, সিআন বিশ্ব উদ্যানমেলার সাংগঠনিক কমিটির চেয়ারম্যান ও জাতীয় বন ব্যুরোর মহাপরিচালক চিয়া চি পাং, চীনের বাণিজ্য ত্বরান্বিতকরণ সমিতির চেয়ারম্যান ওয়ান চি ফাই, চীনের ফুল সমিতির চেয়ারম্যান চিয়াং ছে হুই এবং সিআন পৌর সমিতির সম্পাদক সুন ছিং ইউয়ুন যৌথভাবে '২০১১ সিআন বিশ্ব উদ্যানমেলার ফুলবল' অবমুক্ত করেন। এরপর সিআন বিশ্ব উদ্যানমেলার অবৈতনিক চেয়ারম্যান, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য ও জাতীয় গণ-রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস-চেয়ারম্যান ওয়াং কাং মেলার উদ্বোধন ঘোষণা করেন। তিনি বলেন,'আমি ঘোষণা করছি, ২০১১ সিআন বিশ্ব উদ্যানমেলা উদ্বোধন হয়েছে।'

বিশ্ব উদ্যানমেলাকে বিশ্বের উদ্যানপালন বিদ্যা মহলের অলিম্পিক মহাসম্মিলনী বলে অভিহিত করা হয়। সিআন বিশ্ব উদ্যানমেলার মোট আয়তন ৪১৮ হেক্টর, এর মধ্যে জলসীমার আয়তন ১৮৮ হেক্টর। মেলাতে ছাংআন টাওয়ার, উদ্ভাবন ভবন, প্রকৃতি ভবন আর কুয়াংইউয়ুন দ্বার হচ্ছে চারটি প্রতীকী স্থাপত্য। তা ছাড়া সেখানে ছাংআন ফুল উপত্যকা, রঙিন চোংনান, রেশমি পথ, বিদেশি দৃশ্য ও বাশাং রংধনু এ পাঁচটি বড় পার্ক আছে। এবারের বিশ্ব উদ্যানমেলার প্রতিপাদ্য হচ্ছে 'শহর ও প্রকৃতির সম্প্রীতিমূলক সহাবস্থান। ফুল, গাছ ও পানি দিয়ে সাজানো প্রাকৃতিক দৃশ্য প্রদর্শনের মাধ্যমে শেনশি ও সিআনের ঐতিহাসিক সংস্কৃতি, ভৌগলিক বৈশিষ্ট্য আর মানবজাতির সবুজায়ন, নিম্ন-কার্বন ও পরিবেশ সুরক্ষার ধারণা মিশ্রিত করে বিশ্ব উদ্যানমেলার জন্য বিশেষ সাংস্কৃতিক তাত্পর্য এনে দেবে।

সিআন বিশ্ব উদ্যানমেলার প্রধান নকশাকারী লি ঈ এক বিশেষ সাক্ষাত্কারে বলেন, 'চীন বিশ্ব উদ্যানমেলাকে বৈচিত্রময় বর্ণ দিয়েছে। সিআন বিশ্ব উদ্যানমেলার বৈশিষ্ট্য হচ্ছে তার সাংস্কৃতিক রং।'

চীনের প্রাচীন নগর সিআন এই প্রথম বারের মতো এতো বড় আকারের একটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করেছে। সিআনের শহরবাসীরা তাদের প্রতি উদ্যানমেলার আবেদন এবং প্রস্তুত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন পর্যন্ত শহরটি আর তাদের নিজের পরিবর্তন দেখে উত্তেজিত হয়েছে। সরল ও দয়ালু সিআনবাসীরা শ্রেষ্ঠ চেহারা দিয়ে দেশি-বিদেশি পর্যটকদের অভ্যর্থনা জানানোর জন্য চেষ্টা চালাচ্ছেন। মি. ইয়াং সিআনের একজন ট্যাক্সিচালক। তিনি বলেন, 'সিআন ট্যাক্সি কম্পানি আমাদের ইংরেজি ভাষার প্রশিক্ষণ দিয়েছে। প্রতিটি ট্যাক্সিতে একটি ইংরেজি ভাষার পুস্তিকা আছে, যাতে বিদেশি অতিথি আসলে আমাদের সঙ্গে ভালোভাবে যোগাযোগ করা যায়। দেশি-বিদেশি পর্যটকদেরকে আমরা সিআন বিশ্ব উদ্যানমেলায় স্বাগত জানাই। আমরা অবশ্যই ভালোভাবে আপনাদের অভ্যর্থনা জানাবো।'

শেনশি প্রদেশের গভর্নর চাও চাং ইয়ো উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, 'আমরা দেশি-বিদেশি অতিথিদের আন্তরিক পরিসেবা দেয়ার যথাসাধ্য প্রচেষ্টা চালাবো। আপনারা প্রাচীন নগর সিআনে পশ্চিম চীনের মহা উন্নয়ন কৌশলের বিরাট সাফল্য উপলব্ধি করবেন এবং একটি চমত্কার ও স্মরণীয় বিশ্ব উদ্যানমেলা দেখবেন।' (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040