Web bengali.cri.cn   
চীনের সিআন বিশ্ব উদ্যান মেলার প্রস্তুতি শেষ
  2011-04-27 17:12:40  cri
২০১১ সালের চীনের সিআন বিশ্ব উদ্যান মেলার উদ্বোধন আসন্ন। এখন এ মেলা পার্কের সব প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন হয়েছে। চীনের প্রাচীন শহর সিআন পূর্ণ আস্থার সংগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা বন্ধুদের স্বাগত জানাচ্ছে। এবার শুনুন সেখানে আমাদের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন। পরিবেশন করছি আমি শি চিং উ।

২০১১ সালের চীনের সিআন বিশ্ব উদ্যান মেলা হচ্ছে ২০০৮ সালের পেইচিং অলিম্পিক গেমস ও ২০১০ সালের শাংহাই বিশ্বমেলার পর চীনের মূলভূখন্ডে আয়োজিত আরেকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মহাসম্মীলনী। এ উদ্যান মেলা আগামী ২৮ এপ্রিল থেকে ২২ অক্টোবর পর্যন্ত চীনের সিআনের ছানপা প্রাকৃতিক অঞ্চলে অনুষ্ঠিত হবে। মেলাটি ১৭৮ দিন ধরে চলবে।

মেলা পার্কে আমাদের সংবাদদাতা দেখতে পেয়েছেন, জিজ্ঞাসা কেন্দ্র, স্বেচ্ছাসেবকদের সেবা কেন্দ্র, ডাকঘর এবং বিশ্রামাগারে কর্মরত সমস্ত কর্মচারী এখন সম্পূর্ণভাবে নিজ নিজ দায়িত্ব পালন করছেন । তারা পর্যটকদের প্রতিনিয়ত প্রয়োজনীয় সেবা প্রদান করতে প্রস্তুত। মেলা পার্কের প্রবেশদ্বারে বিনাখচে প্রতিবন্ধী পর্যটক, বয়স্ক পর্যটক ও শিশু বহনকারী পর্যটকদের জন্য যানবাহন ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি মেলা পার্কে আরো স্থাপিত রয়েছে ১৮টি পানি খাওয়ার কল ,দুটি ভ্রাম্যমান ব্যাংকিং সেবা গাড়ি,৬টি এ টি এম স্বনির্ভর ব্যবস্থা এবং ৫টি বীমা সংক্রান্ত পরামর্শ কেন্দ্র।

সিআন উদ্যান মেলা পার্কের আয়তন ৪১৮ হেক্টর। মেলা চলাকালে যাতে যোগাযোগ ব্যবস্থা নিরাপদ ও নির্বিঘ্ন হয়, সেজন্য সিআন পৌর সরকারের উদ্যোগে প্রজ্ঞাগত গণ যোগাযোগ ব্যবস্থা চালু হয়। এটি এবারের মেলায় যোগাযোগ নিশ্চিতকরণ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। সিআন পৌর গণ যোগাযোগ সাধারণ কোম্পানির জেনারেল ম্যানেজার ইন পিং ইউয়ান বলেন, এ ব্যবস্থা যাত্রীদের অবস্থা ও বিভিন্ন সড়কের তাত্ক্ষণিক পরিবর্তন অনুসারে মেলা পার্কের মধ্যে চলমান যানবাহনের যুক্তিযুক্ত বিন্যাস করতে পারবে, যাতে সেবার মান উন্নত করা যায়। তিনি বলেন,

যাত্রীদের সমাবেশ ও খালাসের প্রক্রিয়ায় পরিপূর্ণভাবে গণ যোগাযোগ ব্যবস্থার নিয়ামক ভূমিকা প্রসারিত করা হবে,যাতে বিজ্ঞানসম্মতভাবে যাত্রীদের আসাযাওয়া সংগঠিত করা যায়।

নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে এবারের মেলার নিরাপত্তা সংরক্ষণ বিভাগ শাংহাই বিশ্বমেলার ইতিবাচক অভিজ্ঞতা গ্রহণ করেছে। এ মেলার নিরাপত্তা সংরক্ষণ সংক্রান্ত সদর দফতরের প্রধান পাই সুয়ান মিন বলেন, এ মেলার নিরাপত্তা সংরক্ষণের সমস্ত কাজ এখন সম্পন্ন হয়েছে। তিনি বলেন,

এখন আমাদের মেলা পার্কের নিরাপত্তা সংরক্ষণের সমস্ত কাজ সম্পন্ন হয়েছে। আমরা নানা ধরনের ৪২টি পরিকল্পনা প্রণয়ন করেছি। পার্কে প্রবেশের পর সমস্ত গাড়ির ওপর পরীক্ষা চালানো হবে।

খাদ্যবস্তুর নিরাপত্তাও সামগ্রিক নিরাপত্তা সংরক্ষণ কাজের একটি অংশ। বিভিন্ন স্থানের পর্যটকদের খাওয়ার ভিন্ন রেওয়াজের কথা বিবেচনা করে মেলা পার্কে স্থাপিত হয় তিনটি ধরনের খাদ্যবস্তু সেবা কেন্দ্র। সেখানে সেনসি প্রদেশের স্থানীয় খাবারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন স্থানের বৈশিষ্ট্যসম্পন্ন খাবারও পরিবেশন করা হয়। সিআন পৌর খাদ্যবস্তু ও ওষুধ তত্ত্বাবধান ব্যুরোর মহাপরিচালক পাই সিয়াং লিন বলেন,

এবারের মেলা পার্কের খাদ্যবস্তুর নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কড়াকড়ি ব্যবস্থা নিয়েছি।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040