|
জানা গেছে, 'মোবাইলফোন চলচ্চিত্র উত্সবে' অংশ নেয়া শিল্প-কর্মের মধ্যে রয়েছে কার্টুন, ক্রিয়াকলাপ চলচ্চিত্র, কমেডি, কল্পবিজ্ঞান, সমাচার-চলচ্চিত্র ইত্যাদি।
এছাড়া চীনা তরুণ চলচ্চিত্রকারদের আন্তর্জাতিক দৃষ্টি এবং শিল্পপথ সম্প্রসারণের জন্য 'মোবাইলফোন চলচ্চিত্র উত্সব' বিশেষভাবে চীনা-মার্কিন ছাত্র-ছাত্রীদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও মূল্যায়ন' ইউনিট স্থাপন করেছে।
খোং চিয়া চিয়া
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |