Web bengali.cri.cn   
জাপানীদের সাহায্যার্থে পেইচিংয়ে বিদেশী সংগীতজ্ঞদের অনুষ্ঠান
  2011-03-23 20:26:24  cri








জাপানে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের প্রতি সাহায্যের হাত বাড়ানোর জন্য পেইচিংয়ে বিভিন্ন দেশ থেকে আসা বেশ কয়েকজন সংগীতজ্ঞ পেইচিং ক্যানাডা আন্তর্জাতিক স্কুলে দুর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে দুদিনব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

জানা গেছে, ১৫টি দেশ থেকে আসা ৩৫ জন সংগীতজ্ঞ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে জাপানের এবারের ভয়াবহ ভূমিকম্পে হতাহতদের স্মরণে সবাই দাঁড়িয়ে নিরবতা পালন করেন।

একটি মিউজিক্যাল গ্রুপের সংগীত পরিচালক, রাশিয়া থেকে আসা মারিয়া বলেন, জাপানের ভূমিকম্পের খবর জানার ঠিক পরই আমি আমাদের এ গ্রুপের সব সদস্যদের সঙ্গে আলোচনা করে এবারের পরিবেশনার মাধ্যমে দুর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা ঠিক করেছিলাম। ২০০৮ সালে আমরা চীনের সিছুয়ান প্রদেশের ওয়েনছুয়ান ভূমিকল্পের দুর্গতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। আমরা দুর্গতদের বলতে চাই, তোমরা একা নও। শক্তি সঞ্চয় করো, এগিয়ে যাও, আমরা তোমাদের সঙ্গে আছি।

সেদিন অনুষ্ঠানের মঞ্চের সামনে একটি চেলোর বক্স রাখা ছিল। তার ভিতরে সেদিন অনুষ্ঠান উপভোগ করতে আসা দর্শকরা যে যা পারছিল আর্থিক সাহায্য করছিল। তাছাড়া, অনুষ্ঠানের ঘটনাস্থলে অনেক স্যুভেনির বিক্রি হয়। জানা গেছে, এবারের অনুষ্ঠানের সব আয় জাপানে পাঠানো হবে। (প্রকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040