
বাম থেকে প্রকাশ, আ.বা.ম ছালাউদ্দিন, আবদুল মোতালেব সরকার ও সুবর্ণা
প্রিয় বন্ধুরা, আপনারা সবাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নিন। আমি আপনাদের বন্ধু, মোং ফেন সিন প্রকাশ। চীনের 'দু'টি অধিবেশন' উপলক্ষে আমাদের বাংলা বিভাগের প্রধান ইউ কুয়াং ইয়ু'র পরিচালনায় আমার সহকর্মী আ বা ম. ছালাউদিন ও সুবর্ণাকে নিয়ে একসাথে একটি ভিডিও অনুষ্ঠানের আয়োজন করি। আমাদের 'দু'টি অধিবেশন'-এর বিশেষ স্টুডিওতে এসেছিলেন চীনে বাংলাদেশ দূতাবাসের মিনিষ্টার আবদুল মোতালেব সরকার। তাঁর কাছ থেকে আমরা চীন ও বাংলাদেশের কয়েকটি বিষয় এবং তাঁর চোখে চীনের 'দু'টি অধিবেশন' সম্পর্কে জানতে চেয়েছি। তাহলে আসুন উপভোগ করা যাক অনুষ্ঠানটি।