Web bengali.cri.cn   
চিকিত্সা ক্ষেত্রে চীন-ভারত সহযোগিতা শীর্ষক সেমিনার পেইচিংয়ে অনুষ্ঠিত
  2011-03-15 19:54:40  cri
'চীন-ভারত বিনিময় বর্ষ: ২০১১'-এর ধারাবাহিক কর্মকাণ্ডের প্রথম বাণিজ্যিক তত্পরতার অংশ হিসেবে 'ওষুধ ক্ষেত্রে চীন-ভারত চিকিত্সা ও সহযোগিতা' শীর্ষক এক সেমিনার ১৫ মার্চে পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে।

চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এস জয়শংকর এতে অংশ নেন।

চীনের চিকিত্সা ও ওষুধ সামগ্রী আমাদানি ও রপ্তানি বাণিজ্য সমিতির প্রধান নি রুলিন বলেন, দুদেশের চিকিত্সা ও ওষুধ বাণিজ্য ও সহযোগিতার ক্ষেত্র ব্যাপক এবং এর সুষ্ঠু ভবিষ্যত্ রয়েছে। এ ক্ষেত্রে ২০১০ সালে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৩৯০ কোটি মার্কিন ডলার। এ অঙ্ক ২০০৯ সালের একই সময়ের পরিমাণের চেয়ে ৩২ শতাংশ বেশি।

চীনে ভারতীয় দূতাবাস এবং চীনের চিকিত্সা ও ওষুধ সামগ্রী আমাদানি ও রপ্তানি বাণিজ্য সমিতি এ সেমিনারের আয়োজন করে।

খোং চিয়া চিয়া

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040