|
চীনে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত এস জয়শংকর এতে অংশ নেন।
চীনের চিকিত্সা ও ওষুধ সামগ্রী আমাদানি ও রপ্তানি বাণিজ্য সমিতির প্রধান নি রুলিন বলেন, দুদেশের চিকিত্সা ও ওষুধ বাণিজ্য ও সহযোগিতার ক্ষেত্র ব্যাপক এবং এর সুষ্ঠু ভবিষ্যত্ রয়েছে। এ ক্ষেত্রে ২০১০ সালে দুদেশের বাণিজ্যের পরিমাণ ছিল ৩৯০ কোটি মার্কিন ডলার। এ অঙ্ক ২০০৯ সালের একই সময়ের পরিমাণের চেয়ে ৩২ শতাংশ বেশি।
চীনে ভারতীয় দূতাবাস এবং চীনের চিকিত্সা ও ওষুধ সামগ্রী আমাদানি ও রপ্তানি বাণিজ্য সমিতি এ সেমিনারের আয়োজন করে।
খোং চিয়া চিয়া
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |