|
জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে নিহত ও নিখোঁজ হাজারেরও বেশি। ভূমিকম্প ফলে টোকিওয়ের রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে। জাপানের পুলিশ ব্যুরো ১২ মার্চ এ কথা জানিয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছাস আইওয়াতা, মিয়াকি ও ফুকুশিমা জেলার ওপর বিপর্যয়কারী আঘাত হানে। এ পর্যন্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চল ও কান্ত অঞ্চলে ৬০০ নিহত ও প্রায় ৮০০ নিখোঁজ।
জাপানের এক রিপোর্ট থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী নাওতো কান ১২ মার্চ সকালে হেলিকপ্টার নিয়ে ফুকুশিমা ও মিয়াকি কেন জেলার তটরেখা পরিদর্শন করেন। জানা গেছে, এর পর তিনি হেলিকপ্টার নিয়ে ফুকুশিমা জেলার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার কথা। (লতা)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |