Friday Apr 4th   2025 
Web bengali.cri.cn   
জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে নিহত ও নিখোঁজ ১ হাজার ৪ শ'রেরও বেশি
  2011-03-12 15:18:16  cri

"fullScreen" VALUE="0">








    জাপানে ভূমিকম্প ও জলোচ্ছ্বাসে নিহত ও নিখোঁজ হাজারেরও বেশি। ভূমিকম্প ফলে টোকিওয়ের রেল যোগাযোগ ব্যবস্থা পুনরায় সচল হয়েছে। জাপানের পুলিশ ব্যুরো ১২ মার্চ এ কথা জানিয়েছে।

    জানা গেছে, ভূমিকম্পের ফলে সৃষ্ট জলোচ্ছাস আইওয়াতা, মিয়াকি ও ফুকুশিমা জেলার ওপর বিপর্যয়কারী আঘাত হানে। এ পর্যন্ত জাপানের উত্তর-পূর্বাঞ্চল ও কান্ত অঞ্চলে ৬০০ নিহত ও প্রায় ৮০০ নিখোঁজ।

    জাপানের এক রিপোর্ট থেকে জানা গেছে, প্রধানমন্ত্রী নাওতো কান ১২ মার্চ সকালে হেলিকপ্টার নিয়ে ফুকুশিমা ও মিয়াকি কেন জেলার তটরেখা পরিদর্শন করেন। জানা গেছে, এর পর তিনি হেলিকপ্টার নিয়ে ফুকুশিমা জেলার প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করার কথা। (লতা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040