Web bengali.cri.cn   
অর্থনীতি উন্নয়নের পদ্ধতি রূপান্তের গতি দ্রুততর করা উচিত
  2011-03-11 20:05:43  cri
অর্থনীতি উন্নয়নের পদ্ধতি রূপান্তের গতি দ্রুততর করা চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে অংশ গ্রহণকারী সদস্যদের আলোচিত বিষয়ে পরিণত হয়েছে। বিপুল পরিমাণে জ্বালানি সম্পদ ব্যয় ও পরিবেশ ধ্বংস করার বিনিময়ে অর্থনীতির দ্রুত উন্নয়ন অর্জন না করা ক্রমেই অধিক থেকে অধিকতর লোকজনের অভিন্ন ধারণায় পরিণত হয়েছে।

প্রতি বছর চীনের ঐতিহ্যবাহি উত্সব---বসন্ত উত্সব পালিত হওয়ার পর বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান নতুন অর্ডার পাচ্ছে। কিন্তু এ সময় শ্রমিকের অভাব এ সব শিল্প প্রতিষ্ঠানের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত এ সময় পোষাক তৈরী, ইলেকট্রোনিক ও ঘোরোয়া বৈদ্যুতিক যন্ত্রপাতি, যন্ত্রের প্রতিক্রিয়াকরণ, হোটেল ও রেস্তারাঁসহ জনশক্তিবহুল শিল্প প্রতিষ্ঠানে শ্রমশক্তির অভাব দেখা দেয়। চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য ছেন জি লি বলেন,

কয়েক বছর আগে চীনের উপকূলীয় অঞ্চল অর্থাত শিল্পোন্নত অঞ্চলে 'কৃষক শ্রমিকের অভাব" দেখা দিয়েছে। এ থেকে প্রতিপন্ন হয়েছে যে, নব প্রজম্মের কৃষক শ্রমিকরা কেবল শারীরিক কাজকর্মে নিয়োজিত থাকতে চায় না। ভবিষ্যতে শারীরিক শ্রম ও কম বেতন ভিত্তিক কৃষক শ্রমিকর সংখ্যা কমে যাবে। সুতরাং চীনের শিল্প প্রতিষ্ঠানকে এখন থেকে তাদের অর্থনীতি উন্নয়নের পদ্ধতি রূপান্তরের গতি দ্রুততর করতে বাধ্য হচ্ছে।

শিল্প প্রতিষ্ঠানগুলো কীভাবে কৃষক শ্রমিকদেরকে আকর্ষণ করবে তা নিয়ে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য, জেচিয়াংয়ের চিলি লিমিটেড কোম্পানির মহাপরিচালক লি সু ফু এবারের 'দুই অধিবেশনে' একটি প্রস্তাব দাখিল করেছেন। তার মতে শ্রমিকদের সুযোগসুবিধা, দক্ষতা বাড়ানোর পর কেবল শ্রমিশক্তির সংখ্যা কমে যাবে

শ্রমিকদের যুক্তিযুক্ত অধিকার ও স্বার্থ নিশ্চিত করা উচিত। তা ছাড়া, তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ নেয়ার ব্যাপারে উত্সাহ দেয়া উচিত। কারণ চীনের শিল্প প্রতিষ্ঠানগুলোর উদ্ভাবনের সামর্থ্য উন্নত করতে চাইলে এ সব শ্রমিকদের ওপর নির্ভর করতে হবে।

জি ডি পির প্রবৃদ্ধি নিয়ে এত মাতামাতি না করার পাশাপাশি পরিসেবার অনুপাত একটানা জোরদার করা হচ্ছে। 'দ্বাদশ পাঁচশালা পরিকল্পনার কর্মসূচীতে বলা হয়েছে, দেশজ উত্পাদনের মোটমূল্যে পরিসেবার অনুপাত ৪ শতাংশ বৃদ্ধি পাবে। এবারের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের বার্ষিক অধিবেশনে ৪০টিরও বেশি পরিসেবা সম্পর্কিত প্রস্তাব জমা হয়েছে। এ প্রসঙ্গে চীনের রাজনৈতিক পরামর্শ সম্মেলনের ভাইস চেয়ারম্যান লি উ ওয়ে বলেছেন, পরিসেবা ক্ষেত্রে উন্নয়নের ভবিষ্যত উজ্জ্বল। তিনি বলেন, কৌশলগত ও নবোদিত উত্পাদনের উন্নয়ন সাধন ও আধুনিক পরিসেবা শিল্পের উন্নয়ন করা হলে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিকে কাজে লাগিয়ে উদ্ভাবনের সামর্থ্যকে উন্নত করতে হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040