Web bengali.cri.cn   
গণ জীবিকা
  2011-03-11 17:20:40  cri
     গণ জীবিকা হল জনগণের জীবনযাত্রার মৌলিক বিষয়,তা বিশ্বের বিভিন্ন দেশের সরকারের উদ্দেশ্য ও সরকারের কার্যকর সামর্থ্যের গুরুত্বপূর্ণ মানদন্ড। প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও সুন ইয়াট সানের কথা উদ্ধৃতি দিয়ে বলেন, গণ জীবিকা হল সমাজের অস্তিত্ব,নাগরিকদের জীবিকা ও লোকজনের জীবন। ১২তম পাঁচশালা পরিকল্পনায় গণ জীবিকার ওপর জোরদার দেয়া হয়েছে এবং তা হচ্ছে গোটা পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য। এর অর্থ হল আগামী ৫ বছরে অর্থনীতি উন্নয়নের উদ্দশ্য হবে লোকজনের ধীরে ধীরে বাড়ানো পণ্য ও সাংস্কৃতিক চাহিদার সন্তুষ্ট হওযা এবং লোকজনের জীবনযাত্রা আরও সুখী হওয়া। তা হবে আগমী ৫ বছরের চীনা সরকারের প্রধান বিবেচনার বিষয়।

    বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। চীনের দুই অধিবেশন শেষ দিকে চলে আসছে।আশা করি, আমার ব্যাখ্যার মাধ্যমে আপনারা চীনের রাজনৈতিক,অর্থনৈতিক ও সামাজিক নীতি বোঝার জন্য সহায়ক হবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040