Web bengali.cri.cn   
রেনমিনপি'র বিনিময় হার
  2011-03-11 17:18:11  cri
    বিশ্বের অর্থনীতি মন্দ ঘটার সঙ্গে সঙ্গে অনেক দেশের মুদ্রা নীতি পরিবর্তন হয়েছে। কয়েক দেশের উত্থাপিত চীনের রেনমিনপিকে মূল্যবৃদ্ধির মতামতের বিরুদ্ধে চীনা সরকার নিজের সামর্থ্য ও কর্মসংস্থানের প্রভাবসহ বিভিন্ন শর্ত বিবেচনা করার পর আরম্ভ,ধারাবাহিক ও নিয়ন্ত্রিতভাবে রেনমিনপি'র বিনিময় হারের সংস্কার দাখিল করেছে। কারণ রেনমিনপি'র বিনিময় হার দেশের সার্বভৌমত্বের সঙ্গে সম্পর্কিত। অব্যাহতভাবে রেনমিনপি'র বিনিময় হারের সংস্কার ত্বরান্বিত করলে ভাসমান থাকা মুদ্রা বিনিময় ব্যবস্থাপনা প্রশাসনিকভাবে চালু হবে। শুধু মার্কিন ডলার বিবেচনার পদ্ধতি পরিবর্তে বিভিন্ন ধরনের মুদ্রা বিবেচনার পদ্ধি চালু হবে এবং বাজারের চাহিদার পরিবর্তনে অব্যাহতভাবে রেনমিনপি'র বিনিময় হার সমন্বয়কারী সামর্থ্য বাড়ানো হবে। নির্দিষ্ট ও ধারাবাহিক পদক্ষেপ নিয়ে এ নীতি চালু হলে শিল্প প্রতিষ্ঠানগুলো আরো সহজভাবে এর সঙ্গে উপযোগী হবে এবং গোটা সমাজের স্থিতিশীলতা বজায় রাখতে হবে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040