Web bengali.cri.cn   
তরমুজি গোলাপ
  2011-03-10 09:42:44  cri


"fullScreen" VALUE="0">








    তরমুজ দিয়ে বানানো গোলাপ কখনো দেখেছেন কি। হয়তো না। তাহলে আমার সঙ্গে চলুন দেখে নেয়া যাক কীভাবে তরমুজ খোদাই করে বানানো যায় সুন্দর গোলাপ ফুল।

    প্রথম: একটা আস্ত তরমুজ নেয়া হয়েছে। 

    দ্বিতীয়: তরমুজের এক পাশের পাতলা খোসা ছাড়ানো হচ্ছে

    তৃতীয়: ছুরি নিয়ে কেটে কেটে টুকরো বের করে বানানো হচ্ছে গোলাপ। খুবই সাবধানতা অবলম্বন করতে হচ্ছে, নাহলে ভেঙ্গে পণ্ড হয়ে যেতে পারে ফুল বানানোর চেষ্টা

    চতুর্থ: অতিরিক্ত খোসা ছেটে ফেলা হচ্ছে

    অবশেষে: একটি 'তরমুজি গোলাপ' তৈরি হয়ে গেল! খুবই মজার, তাই না?

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040