|
শিশু-কিশোর, নারী ও বয়স্করা আসতে থাকেন সকাল থেকেই। বিকেলে মেলায় তিল ধরণের ঠাঁইও ছিলোনা।
ক্রেতাদর্শনার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক লেখক, কবি সাহিত্যিকেরও আগমন ঘটেছে মেলায়। শুধু তাই নয় এসেছেন মন্ত্রীও। সকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মেলায় এসে শিশু কর্ণারে শিশুদের কাছে বই সম্পর্কে জানতে চান। এছাড়া তিনি সৌমেন চন্দ চত্ত্বরে অবস্থিত বিভিন্ন স্টলসহ (যেখানে চীন আন্তর্জাতিক বেতারের স্টল রয়েছে) আরো কয়েকটি চত্ত্বরের স্টল ঘুরে দেখেন।
মেলায় আসার অনুভূতি সম্পর্কে জানতে চাইলে মন্ত্রী বলেন, সকাল বেলায় না আসলে মেলার আনন্দ মনেরমত করে উপভোগ করতে পারতাম না। মেলার পরিবেশ এবং বিভিন্ন স্টলের সাজ-সজ্জা দেখে মন ভরে গেছে।
১) মেলায় এসেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
২) বিকেলে মেলায় তিল ধরণের ঠাঁইও ছিলোনা
০৪/০২/২০১১
দিদারুল ইকবাল
পরিচালক
সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব
বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,
মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।
ই-মেইল: didaruliqbal@gmail.com
ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |