Web bengali.cri.cn   
একুশে গ্রন্থমেলা-২০১১:
সিআরআই স্টলে এফএম তরঙ্গে অনুষ্ঠান শুনে মুগ্ধ দর্শনার্থীরা
  2011-02-09 17:46:51  cri

একুশে গ্রন্থমেলায় সোমেন চন্দ চত্বরে চীন আন্তর্জাতিক বেতারের সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের আন্তর্জাতিক মিডিয়া স্টলটি প্রতিদিন সন্ধ্যে ৫:৩০ মিনিট থেকে ৬:৩০ মিনিট পর্যন্ত এবং ৬:৩০ মিনিট থেকে ৭:৩০ মিনিট পর্যন্ত দর্শনার্থীদের মধ্যে একটি ভিন্ন মাত্রা যোগ করে থাকে। কারণ ঐ সময় গুরুন্ডিক ডিজিটাল রেডিও'র মাধ্যমে বাংলাদেশ বেতারের ঢাকা ১৩০.২ এফএম তরঙ্গে চীন আন্তর্জাতিক বেতারের ইংরেজী এবং বাংলা অনুষ্ঠান শুনানো হয়। আর এই চমৎকার ব্যবস্থাটি করেছে সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব। রেডিও অনুষ্ঠানটি হাই স্পীড সাউন্ড সিস্টেমের মাধ্যমে শুনানো হয় যাতে করে তুলনামূলক দুর থেকেও অনুষ্ঠান ভালো ভাবে শুনতে পারেন দর্শনার্থীরা। সন্ধ্যায় সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের স্টলে এসে দর্শনার্থীরা অনেক মুগ্ধ হয়েছেন এবং হচ্ছেন বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত "প্রতিদিন চীনা ভাষা" শিক্ষার আসরটি শুনতে পেরে। এতে করে দর্শনার্থীদের মধ্যে চীনা ভাষা শিক্ষার প্রতি ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে এবং কেউ কেউ আগ্রহও প্রকাশ করেছেন। আবার কেউ কেউ মোবাইলে কিভাবে এফএম-এ সিআরআই এর অনুষ্ঠান শুনতে পারবেন সেটিও জেনে নিয়ে গেছেন।

সিআরআই স্টলে এফএম ১০৩.২ মেগাহার্জে চীন আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে

৪ ফেব্রুয়ারি শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত সিআরআই স্টলে দর্শনার্থীদের সিআরআই, চীন এবং চীনা ভাষা সম্পর্কে বিবিধ তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করেছেন সান্তামারিয়াম ফাউন্ডেশনের আবু জুবায়ের, সিআরআই এর শ্রোতা সংগঠক দিদারুল ইকবাল, সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাবের শাখা প্রতিনিধি শহিদুল কায়সার লিমন, তাছলিমা আক্তার লিমা এবং সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাস রুমের ৪জন ছাত্র।

শুক্রবার ছুটির দিন হওয়ায় এই দিন মেলায় দর্শনার্থীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়। এই দিন সিআরআই স্টলে অনেক শ্রোতাবন্ধু ভিজিটে এসেছেন। শ্রোতাবন্ধু মাহবুব রহমান, মিজানুর রহমান, সোহেল রানা, রওশন আরা লাবনী, নাজমা বেগম, ফাহমিদা হোসেন সিমু, নাহিদুল ইসলাম সুজন, ফারজানা সুলতানা সামিয়া প্রমূখ। তারা সিআরআই এর মাধ্যমে চীনের পর্যটন এবং বিভিন্ন সাংস্কৃতিক উৎসব সম্পর্কে আরো চমৎকার অনুষ্ঠান শুনার আগ্রহ প্রকাশ করেন।

০৪/০২/২০১১

দিদারুল ইকবাল

পরিচালক

সিআরআই-সাউথ এশিয়া রেডিও ক্লাব

বাড়ী- ৩৩৬, সেকশন- ৭, রোড- ২,

মিরপুর, ঢাকা- ১২১৬, বাংলাদেশ।

ই-মেইল: didaruliqbal@gmail.com

ওয়েবসাইট: www.cri-sarc.blogspot.com

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040