|
||||||||||||||||||||||||||||
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট হু চিনথাও যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে ১৮ জানুয়ারি ওয়াশিংটনে পৌঁছেছেন। তিনি বিমান বন্দরে এক ভাষণে চীনা জনগণের পক্ষ থেকে মার্কিন নাগরিকদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
ভাইস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনে মার্কিন রাষ্ট্রদূত জোন হানটসম্যান ও তাঁর স্ত্রী, হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কমিশনের এশীয়া বিষয়ক উচ্চপদস্থ পরিচালক জেফ বাডার এবং যুক্তরাষ্ট্রে চীনা রাষ্ট্রদূত চাং ইয়েসুই বিমান বন্দরে হু চিনথাওকে অভ্যর্থনা জানান।
তিনি বলেন, চীন যুক্তরাষ্ট্রের সম্পর্ক গঠনের ৩২ বছরে দু'দেশের সম্পর্ক সুষ্ঠুভাবে উন্নত হচ্ছে। বর্তমান আন্তর্জাতিক পরিবেশ বেশি জটিল হচ্ছে। দু'দেশের অভিন্ন স্বার্থ ও দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে এবং সহযোগিতার সম্ভাবনা আরো ব্যাপক হচ্ছে। হু চিনথাও'র এবারের যুক্তরাষ্ট্র সফরের লক্ষ্য হল পারস্পরিক আস্থা বৃদ্ধি, মৈত্রী জোরদার ও সহযোগিতা গভীরতর করা। যাতে ২১ শতাব্দীতে ইতিবাচক সহযোগিতা ও চীন-মার্কিন সার্বিক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করা যায়। চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক সম্মান ও অভিন্ন সমৃদ্ধির ভিত্তিতে ইতিবাচকভাবে দু'দেশের সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন দেশের সঙ্গে স্থায়ী শান্তি ও সম্প্রীতিময় বিশ্ব বাস্তবায়নকে ত্বরান্বিত করতে ইচ্ছুক।(লতা)


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |