আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাত্ আইএমএফ ৫ জানুয়ারি প্রকাশিত একটি রিপোর্টে বলেছে, অদূর ভবিষ্যতে ভারত দ্রুত প্রবৃদ্ধি বজায় রাখবে। কিন্তু দেশটিকে মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি এবং আর্থিক সুবিন্যাসসহ নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
ভারতের অর্থনৈতিক পরিস্থিতি সংক্রান্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বার্ষিক পর্যালোচনা রিপোর্টে অনুমান করা হয়েছে, ২০১০ থেকে ২০১১ সালের মার্চ মাস পর্যন্ত ভারতের জিডিপি প্রবৃদ্ধির হার হবে ৮.৭৫ শতাংশ। অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগ এবং শ্রম উত্পাদন হার বৃদ্ধির কারণে এটা সম্ভব হবে।
রিপোর্টে আরো বলা হয়েছে, ভারতের অর্থনীতি বৈশ্বিক আর্থিক সংকটের প্রভাবে আক্রান্ত হলেও ২০০৯ সালের মাঝামাঝি সময় থেকে দেশটির অর্থনীতির পুনরুদ্ধার শুরু হয়। বর্তমানে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার সারা বিশ্বে প্রথম সারিতে রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)