যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ৪ জানুয়ারি বলেছেন, চীনের প্রেসিডেন্ট হু চিন থাওয়ের আসন্ন যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফর প্রত্যাশা করেন তিনি। সফরটির সাফল্যের জন্য চীনের সাথে যুক্তরাষ্ট্র নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি চালাবে। এদিন ওয়াশিংটনে সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছির সংগে আলাপকালে ওবামা বলেন, প্রেসিডেন্ট হু চিন থাওয়ের এ সফর একটি ভাল সুযোগ। এ সফরে গুরুত্বপুর্ণ তাত্পর্য রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও সারা বিশ্বের জন্য যুক্তরাষ্ট্র ও চীনের ভাল ও সফল সম্পর্ক খুবই গুরুত্বপুর্ণ। তিনি বলেন, চীনের সাথে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বাড়ানো, সহযোগিতার পর্যায় উন্নীত করা, বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলা, ইতিবাচক ও সার্বিক সম্পর্ক উন্নয়ন করা এবং দুদেশের জনগণ ও আন্তর্জাতিক সমাজের স্বার্থ সৃষ্টি করার আগ্রহ যুক্তরাষ্ট্রের। ইয়াং চিয়ে ছি বলেন, নতুন যুগে দুদেশের সম্পর্ক উন্নয়নের প্রতি হু চিন থাওয়ের আসন্ন রাষ্ট্রীয় সফরের গুরুত্বপুর্ণ তাত্পর্য রয়েছে। (লতা)