Web bengali.cri.cn   

ফুল সম্পর্কিত গান

  2011-01-06 09:36:09  cri

'জেসমিন ফুল' চীনের চিয়াং সু প্রদেশের একটি লোকসংগীত। ১৮০৪ সালে চীনে ব্রিটেনের রাষ্ট্রদূত তাঁর বইয়ে এ গানটির কথা বলেছেন। তার পর ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় এ ফুলটি ছড়িয়ে গেছে। ১৯২৪ সালে ইটালীর সুরকার গিয়াকোমো পুশিনি তাঁর গীতিনাট্য তুরান্দোত-এ 'জেসমিন ফুল' এ গানের সুর ব্যবহার করেছেন। তুরান্দোত-এর সাফল্যের সঙ্গে সঙ্গে 'জেসমিন ফুল'ও বিশ্ব বিখ্যাত একটি গানে পরিণত হয়েছে।

আজকের শেষ গানের নামও 'জেসমিন ফুল' এবং এ গানে গীতিনাট্য তুরান্দোতের মতো চীনের লোকসংগীতের একটি সুর ব্যবহার করে একটি নতুন গান সৃষ্টি করা হয়েছে। আশা করি আপনারা সবাই এ গান পছন্দ করবেন।

1 2 3 4 5 6 7
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040