প্রিয় দর্শকবন্ধুরা, আপনাদের অন্তরিক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে আমি প্রকাশ শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে আমরা এসেছি চীনে ভারতীয় দূতাবাসের সাংস্কৃতিক বিভাগে, এখানে 'গ্লিম্পসেস অব ইন্ডিয়া' নামক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। এখানে আসার আগে এ অনুষ্ঠানের উদ্যোক্তা সংস্থার একজন কর্মকর্তা আমাকে জানিয়েছেন, চীন-ভারত কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত উদযাপনী অনুষ্ঠানের অন্যতম হিসেবে অনুষ্ঠিত হচ্ছে আজকের এ অনুষ্ঠান । প্রদর্শনীর সব আলোকচিত্র চীনের সাংবাদাতাদের ভারতে থাকাকালে তোলা। বন্ধুরা, আপনারা কি জানতে চান, চীনা মানুষের চোখে ভারতের দৃশ্য কেমন হয়েছে, তাহলে আমার সঙ্গে আসুন, আজকের অনুষ্ঠান উপভোগ করে এর উত্তর খুঁজে বের করি।
হ্যাঁ বন্ধুরা, আজকের এ প্রদর্শনীর সে সব আলোকচিত্র দেখে ও চীনের শিল্পীদের কথা শুনে আমিও ভীষণ ভাবে মুগ্ধ হই। আর এতে কি উপলব্ধি করা যায় না যে+, ভারতকে জানা ও চীনের জনগণের কাছে তা তুলে ধরার প্রতি তাদের কতটা ভালোবাসা ও অনুরাগ রয়েছে। কথা বলতে বলতে সময় দ্রুত পার হয়ে যায়, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, তাঁদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ! যাই চিয়ান! (প্রকাশ)