Web bengali.cri.cn   
জাপানের জাতীয় ব্যান্ড 'এক্স জাপান'
  2010-12-16 10:10:34  cri

"fullScreen" VALUE="0">







    'এক্স জাপান' জাপানের জাতীয় ব্যান্ড। ব্যান্ডের ড্রাম ও পিয়ানো বাদক ইয়োশিকি হচ্ছেন এ ব্যান্ডের দলনেতা। ১৯৮২ সালে তিনি ও তাঁর ভাল বন্ধু তোশি একটি 'এক্স' ব্যান্ড গঠন করেন। তোশি ব্যান্ডের গায়কের দায়িত্ব পালন করেন। এর পর বেজ গিটার বাদক হিথ, গিটার বাদক পাতা ও গিটার বাদক হাইড একে একে ব্যান্ডে অংশ নিয়েছেন। ১৯৮৮ সালে 'এক্স' নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেছে। ৫জন বাদক টোকিওর অনেক বারে সংগীত অনুষ্ঠানের আয়োজন করেছেন। অধিকাংশ টিভি অনুষ্ঠানে তাঁদের ভিডিও প্রচারিত হয়েছে। ১৯৮৯ সালে 'এক্স' জাপানের সবচেয়ে বিখ্যাত ব্যান্ড হয়ে উঠেছে। তারা টোকিও ডোম লাইভ হাউসে 'এক্স' তিন দিন ধরে ধারাবাহিকভাবে সংগীত অনুষ্ঠান করেছেন।

    গত ১৩ ডিসেম্বর ছিল 'এক্স জাপানের' গিটার বাদক হিডের জম্মদিন। তাঁর স্মরণে তাঁর ভক্তরা ওই দিন পেইচিংয়ে এক সংগীতানুষ্ঠানের করেন। আমি লতা এখন আপনাদেরকে নিয়ে যাবো সে অনুষ্ঠানে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040