Web bengali.cri.cn   
দশম এশীয় প্রতিবন্ধি গেমসের প্রথম দিনের প্রতিযোগিতা
  2010-12-13 18:12:57  cri
দশম এশীয় প্রতিবন্ধি গেমসের প্রথম দিন ১৩ ডিসেম্বর বেলা দুটা পর্যন্ত ১৬টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা পদক জয় করেছেন। এর মধ্যে চীন ৯টি স্বর্ণ পদক, ৬টি রৌপ্যপদক ও ৪টি ব্রঞ্জ পদক পেয়ে পদকের সংখ্যার দিক থেকে শীর্ষস্থানে রয়েছে। জাপান ও ইরা যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।

এদিন সকালে পুরুষদের চার শ' মিটার ফ্রী স্টাইলে সাঁতারে জাপানের সাঁতারু তাকুরো ইয়ামাদা এ গেমসের প্রথম স্বর্ণ পদক পান।এরপর মেয়েদের চার শ' মিটার ফ্রী স্টাইল সাঁতারে চীনের ১৫ বছর বয়সের সাতারু ৪ মিনিট ৫৬.৯১ সেকেন্ড সময় নিয়ে তাঁর নিজের সৃষ্ট এশীয় রেকর্ড ভেঙ্গে চীনের জন্য প্রথম স্বর্ণপদক অর্জন করেন।

পুরুষ ও মেয়েদের এক শ' মিটার বাটার ফ্লাই স্ট্রোক সাঁতারে এবং দশ মিটার এয়ার রাইফেলের শুটিংয়ে চীনের ক্রীড়াবিদরা স্বর্ণপদক পেয়েছেন।সি আর আই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040