Web bengali.cri.cn   
এশীয় প্রতিবন্ধী গেমস
  2010-12-11 19:47:25  cri
এশীয় প্রতিবন্ধী গেমস ১২ ডিসেম্বর থেকে চীনের কুয়াংচৌ শহরে শুরু হবে । আয়োজক শহর হিসেবে কুয়াংচৌ শহরের প্রতিবন্ধীদের সংখ্যা ৫ লাখ ২০ হাজারে দাঁড়িয়েছে। প্রতিবন্ধী পরিবারের সংখ্যা ৪ লাখ ৬ হাজার। প্রতিবন্ধীদের ওপর মনোযোগ দেয়ার ব্যাপারে সাম্প্রতিক বছরগুলোতে কুয়াংচৌ শহর অফুরন্ত প্রচেষ্টা চালিয়েছে। এবারের এশীয় প্রতিবন্ধী গেমস উপলক্ষ্যে কুয়াংচৌ শহর তার অবাধ্ পরিবেশ নির্মাণের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পুরোদমে চেষ্টা করে যাচ্ছে।

বতর্মানে প্রতিবন্ধীদের সুবিধার জন্য কুয়াংচৌর বাসগুলোতে ৭০০টিরও বেশী ভাষা নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করা হয়েছে। এ ব্যবস্থার আকার চাবির মতো । অত্যন্ত সহজে নিয়ে আনা নেয়া করা যায়। যারা অন্ধ তারা এ নিয়ন্ত্রণ যন্ত্রে টিপ দিলেই সঙ্গে সঙ্গে ষ্পষ্টভাবে বাস স্টেশন সম্পর্কীত সবতথ্য জানতে পারেন। এ প্রসঙ্গে কুয়াংচৌ শহরের অন্ধ সমিতির চেয়ারম্যান ছেন ইয়াং বলেন, প্রতিবন্ধীদের জন্য নির্মিত এই ব্যবস্থা অত্যন্ত আধুনিক। তিনি বলেন,

এসব যন্ত্রপাতিকে চীনের সবচেয়ে আধুনিক যন্ত্রপাতি বলে মনে করা হয়। সুতরাং এসব যন্ত্রপাতি বের হওয়ার পর বিভিন্ন মহলের দৃষ্টি আকর্ষণ করেছে। বতর্মানে বিমান বন্দর, লাইব্রারি ও যাদুঘরসহ অনেক প্রকাশ্য স্থানে এ আধুনিক ব্যবস্থা বসানো হয়েছে।

তা ছাড়া হুইল চেয়ারে বসা প্রতিবন্ধীদের জন্য কুয়াংচৌ শহরে ৫০০টি নিম্ন প্ল্যাটফর্ম সম্বলিত বাস ও টেক্সি স্টেশন স্থাপিত হয়েছে। বাস ও টেক্সিতে এ সব প্রতিবন্ধীদের জন্য ভাষা নিয়ন্ত্রণের ব্যবস্থাও লাগানো হয়েছে।

এশীয় প্রতিবন্ধী গেমসের জন্য কুয়াংচৌ শহর সব অবাধ্ স্থাপনারের সংস্কার করেছে। যেমন কুয়াংচৌর গুয়াইয়াং র্পাকে ৫ লাখ রেন মিন পি ব্যয়ে অন্ধদের জন্য ৬০০ মিটার লম্বা একটি পথ নির্মাণ করা হয়েছে। এ প্রসঙ্গে এ পার্কের ম্যানেজার সু মিন বলেন,

অন্ধদের জন্য এ পার্কের ভেতরে একটি তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবন্ধীরা এই পার্কে আসলে প্রথমে স্বেচ্ছাসেবকরা তাদেরকে নানা ধরনের তথ্য দিতে পারবেন। সুতরাং এখানে তাদের কোন অসুবিধা হবে না।

এক প্রেস ব্রিফিংয়ে ক্রীড়া পল্লীর তথ্য মুখপাত্র ই জি বলেন, ক্রীড়াবিদ পল্লীতে অবাধ্ স্থাপনার সংস্কার কাজ শেষ হয়েছে। প্রতিবন্ধী ক্রীড়াবিদরা এখানে খুব আরাম বোধ করবেন। বতর্মানে ক্রীড়াবিদ পল্লীর সকল স্থাপনার নির্মাণ ও সংস্কার কাজ শেষ হয়েছে। এ পযর্ন্ত ক্রীড়াবিদ পল্লীতে ৪ হাজার অবাধ্ স্থাপনা নির্মাণ করা হয়েছে। বতর্মানে গোটা কুয়াংচৌ শহরের রাস্তা, পরিবহণ স্থাপনা ও পরিসেবা কেন্দ্রসহ বিভিন্ন জায়গায় অবাধ্ স্থাপনা নির্মাণ করা হয়েছে। এশীয় প্রতিবন্ধী গেমস চলাকালে বিভিন্ন দেশের পর্যটকরা কুয়াংচৌ শহরের এসব সুবিধাজনক ব্যবস্থা উপভোগ করতে পারবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040