Web bengali.cri.cn   
কুয়াংচৌ এশীয় প্রতিবন্ধি গেমসের মশাল হস্তান্তর শুরু
  2010-12-04 16:52:00  cri

দশম এশীয় প্রতিবন্ধি গেমসের মশাল প্রজ্জলন আর হস্তান্তর কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান ৪ ডিসেম্বর সকালে পেইচিংয়ের গণ মহাভবনে অনুষ্ঠিত হয়েছে। চীনের ভাইস প্রেসিডেন্ট সি চিন পিং মশালটি জ্বালিয়েছেন এবং মশাল হস্তান্তর অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন।

প্রথম মশালবাহক হচ্ছেন ২০০৮ সালে পেইচিং প্রতিবন্ধি অলিম্পিক গেমসের টেবিল টেনিসের পুরুষ একক খেলার চ্যাম্পিয়ন গে ইয়াং। মশাল হস্তান্তর গণ মহাভবন থেকে শুরু হয়ে থিয়েন-আন-মেন মহাচত্বরে এক বার ঘুরে জাতীয় পতাকার নিচে শেষ হয়। প্রায় বিশ মিনিট সময় ধরে প্রতিটি মশালবাহক ৫০ থেকে ৭০ মিটার দৌঁড়ান। এবার মশাল হস্তান্তর অনুষ্ঠানের পেইচিং স্তরে মোট ২০ জন মশালবাহক রয়েছেন। তাদের মধ্যে বেশির ভাগ দেহের কোনো কোনো অঙ্গ বা চোখ নেই, এমন প্রতিবন্ধি রয়েছে।

জানা গেছে, এশীয় প্রতিবন্ধি গেমসের পবিত্র অগ্নি বিশেষ বিমান যোগে কুয়াংতুয়ে পাঠানো হবে। ৫ ডিসেম্বর থেকে কুয়াংচৌ শহরে সাত দিনব্যাপী মশাল হস্তান্তর অনুষ্ঠিত হবে। ১২ ডিসেম্বর তা এশীয় প্রতিবন্ধি গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে পৌঁছে যাবে।

কুয়াংচৌ এশীয় প্রতিবন্ধি গেমস ১২ থেকে ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এশিয়ার ৪৫টি দেশ ও অঞ্চলের প্রায় তিন হাজার খেলোয়াড় প্রতিযোগিতায় অংশ নেবেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040