|
বর্তমানে উত্তর চীনের সবচেয়ে নিকটবর্তী সীমান্ত অঞ্চলে অবস্থিত পেইচি গ্রামকে 'উত্তর মেরুর বড় দিন গ্রাম' হিসেবে নির্মাণধীন প্রকল্পের কাজ পুরোদমে চলছে। এ প্রকল্প হচ্ছে চীনের উত্তর মেরু বিষয়ক বিখ্যাত নগর প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ প্রকল্প।
'উত্তর মেরু বড় দিন গ্রামের' জমির আয়তন প্রায় ১০০ হেক্টর। এর স্থাপত্যের আয়তন প্রায় ৭৫ হাজার বর্গমিটার। এ প্রকল্পের জন্য ১৩ কোটি ৩০ লাখ ইউয়ান রেনমিনপি বিনিয়োগ করা হবে। বৃটেনের নকশা সংস্থা উত্তর মেরু বড় দিন গ্রামের নকশা করেছে। প্রথম পর্যায়ের প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্যান্তা ক্রুজের বাড়ী, ডাক অফিস, স্মারকবস্তুর দোকান, আলোকবিদ্যুত্ ক্রিসমাস-ট্রিসহ নানা স্থাপত্য। এখন এর প্রথম পর্যায়ের প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে চলছে। কাঠের প্রধান কাঠামো বসানোর পর্যায় শুরু হয়েছে।
উত্তর মেরু গ্রাম চীনের দাসিংআনলিন পাহাড়ের উত্তর দিকে এবং হেইলোংচিয়াং নদীর উচ্চ অববাহিকার দক্ষিণ তীরে অবস্থিত। 'উজ্জ্বল রাত' আর 'উত্তর-মেরু-জ্যোতি' হচ্ছে সেখানকার দুটি প্রাকৃতিক বিস্ময়কর দৃশ্য। 'উত্তর' আর 'শীত' এ দুটি বৈশিষ্ট্য যথাক্রমে এখানকার পর্যটনের পরিচিত বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন অঞ্চলের পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |