Web bengali.cri.cn   
বাংলাদেশের রাজশাহী শহরের মেয়রের দেয়া সাক্ষাত্কার
  2010-12-03 10:57:53  cri

বাংলাদেশের রাজশাহী শহরের  মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রিটন সিআরআই'র বাংলা বিভাগের পরিচালক ইয়ু কুয়াং ইউয়ের সঙ্গে উপহার বিনিময় করেন

 চীনের গণ বৈদেশিক মৈত্রী সমিতির আমন্ত্রণে গত ১৫ থেকে ২৫ নভেম্বর বাংলাদেশের রাজশাহী শহরের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রিটনের নেতৃত্বাধীন চার জনের এক প্রতিনিধি দল চীন সফর করেছেন। তাঁরা পর পর চীনের কুয়াংচৌ, পেইচিং, থিয়েনচি ও চেংতুসহ চীনের কয়েকটি প্রধান প্রধান শহর সফর করেন। সফরকালে রাজশাহী ও সিছুয়ান প্রদেশের জিকোং শহরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা জোরদার সংক্রান্ত স্মারকলিপি স্বাক্ষরিত হয়। জিকোং চীনের সিছুয়ান প্রদেশের দক্ষিণাঞ্চলে অবস্থিত। এ শহরটি চীনের লবন নগর, ডাইনোসোরের জন্মস্থান আর লণ্ঠন নগর হিসেবে সুনাম রয়েছে। এ দুটি শহরের নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে দুটি দেশ, বিশেষ করে রাজশাহী ও জিকোং এ দুটি শহরের জনগণের মধ্যকার সমঝোতা ও মৈত্রী আরো বাড়বে এবং বাণিজ্যিক লেনদেন আরো জোরদার হবে বলে আশাবাদ রয়েছে।

এখন শুনুন চীন সফররত বাংলাদেশের রাজশাহী শহরের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান রিটনের পেইচিংয়ে দেয়া এক বিশেষ সাক্ষাত্কারের রেকর্ডিং।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040