Web bengali.cri.cn   
হ্যারি পটার ও মহান মৃত্যু
  2010-12-03 10:57:40  cri












    হলিউডের সিনেমা 'হ্যারি পটার ও মহান মৃত্যু' (প্রথম অংশ) ২০১০ সালের ১৯ নভেম্বর পেইচিংয়ে প্রকাশিত হয়েছে।  'হ্যারি পটার' যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখিকা জোয়ানি ক্যথেলিন রোলিং-এর লেখা একটি ধারাবাহিক উপন্যাস। এ উপন্যাসে একটি ছেলে হ্যারি পটারের যাদুর স্কুলে যাদু শেখা ও শয়তানের সংগে সংগ্রাম করার গল্প বলা হয়েছে। 'হ্যারি পটার' ধারাবাহিক উপন্যাসের ৭টি পর্ব রয়েছে:

হ্যারি পটার ও দার্শনিকের পাথর
হ্যারি পটার ও গোপন ঘর
হ্যারি পটার ও আজকাবানের বন্দী
হ্যারি পটার ও পান পাত্র ভরা আগুন
হ্যারি পটার ও স্বর্গীয় পাখির আদেশ
হ্যারি পটার ও বংশহীন রাজপুত্র
হ্যারি পটার ও মহান মৃত্যু 
   

     ২০০১ সাল থেকে 'হ্যারি পটার' ধারাবাহিক উপন্যাসের প্রথম ৬টি পর্ব নিয়ে সিনেমা তৈরি করা হয়েছে। এখন 'হ্যারি পটার' বিশ্বের বয়স্ক ও শিশুদের মধ্যে খুবই জনপ্রিয়।'হ্যারি পটার ও মহান মৃত্যু' এ ধারাবাহিকটি হলো উপন্যাসের শেষ পর্ব।

    আমরা পেইচিংয়ের চেন লং সিনেমা হলে এসেছি। দেখুন, এখানে অনেক লোক'হ্যারি পটার' সিনামার টিকিট কেনার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। সিনেমা হলে একজন 'হ্যারি পটার'-এর ফ্যানের সাক্ষাত্কার নিয়েছি।'হ্যারি পটার ও মহান মৃত্যু'সিনেমা সম্পর্কে তিনি বলেন, তিনি এ ধারাবাহিক উপন্যাসটি পছন্দ করেন, উপন্যাসটির প্রতিটি পর্বই তিনি পড়েছেন। এ সিনেমা হারি 'হ্যারি পটার ও মহান মৃত্যু' (প্রথম অংশ)"-এর জন্য তিনি অনেক সময় ধরে অপেক্ষা করছেন। তিনি এ সিনেমাকে অব্যাহতভাবে সমথন করবেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040