Web bengali.cri.cn   
কোরবানীয় ঈদ উত্সবের ভিডিও
  2010-12-03 10:57:40  cri

"fullScreen" VALUE="0">








প্রিয় দর্শকবন্ধুরা, ঈদ মুবারক!

প্রত্যেক জাতিরই কোন না কোন ধর্মীয় উত্সব বিশেষ গুরুত্ব সহকারে প্রতিপালিত হয়ে থাকে। মুসলমানদের জীবনে এই ধর্মীয় উত্সবের মধ্যে ঈদ উত্সব সবচেয়ে গুরুত্ব ও মর্যাদার অধিকার।

মুসলমানদের ধর্মীয় উত্সব ঈদ। ঈদের অর্থ উত্সব বা আনন্দ। প্রতি বছর দু'টি ঈদ পালিত হয়। রমজান মাসের প্রায় আড়াই মাস পর অনুষ্ঠিত হয় ঈদ-উল-আজহা। ঈদ-উল-আজহাকে কোরবানীয় ঈদও বলা হয়।

বন্ধুরা, আপনারা কী জানতে চান? সুদূর বাংলাদেশ থেকে যারা চীনের পেইচিং-এ লেখাপড়া করতে এসেছেন, তাঁরা কিভাবে উদযাপন করছেন এই কোরবানীয় ঈদ উত্সব?

বন্ধুরা, আজ আমরা এসেছি পেইচিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ে। এখানে বসেছে কোরবানীয় ঈদ উপলক্ষে বাংলাদেশী ছাত্রছাত্রীদের মহা মিলন মেলা। বন্ধুরা, চলুন তাহলে দেখি তাঁরা কিভাবে পালন করছেন এই ঈদ উত্সব।

----সবার ঈদের শুভেচ্ছার মধ্যে রয়েছে আমাদের চীন আন্তর্জাতিক বেতারের শুভেচ্ছাও। শুভেচ্ছা আর শুভেচ্ছার মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ! ঈদ মুবারক! (প্রকাশ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040