|
২০১০ সালের পুরুষ টেবিল-টেনিস বিশ্বকাপ প্রতিযোগিতা ৩১ অক্টোবর বিকেলে জার্মানির ম্যাগদবার্গে শেষ হয়েছে। প্রতিযোগিতার সাধারণ ফাইনালে চীনের খেলোয়াড় ওয়াং হাও নিজের দলসঙ্গী চাং চি খেকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেন।
এ ফাইনালে প্রথম রাউন্ডে হারিয়ে ওয়াং হাও নিজের অভিজ্ঞতা ও সাহস নিয়ে একটানা ৪ রাউন্ডে বিজয়ী হয়ে তৃতীয়বারে চ্যাম্পিয়ন হন। এর আগে তিনি ২০০৭ ও ২০০৮ সালেও শিরোপা জিতেছিলেন। তাঁর দলসঙ্গী চাং চি খে দ্বিতীয় হন। জার্মানির খেলোয়াড় তিমো বল খুবই কষ্ট করে জাপানের খেলোয়াড় মিজুতানি জুনকে পরাজিত করে তৃতীয় হন।
বিশ্বকাপ টেবিল-টেনিস বিশ্বের প্রধান তিনটা টেবিল-টেনিস প্রতিযোগিতার একটি। ১৯৮০ সাল থেকে এ প্রতিযোগিতা শুরু হয়। এবছরের ৩১তম শিরোপার অর্থমূল্য ১.৫ লাখ ডলার।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |