|
বন্ধুরা, আপনারা জেনে খুশি হবেন, আজ ২০১০ সালের ১ নভেম্বর থেকে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান বাংলাদেশের রাজধানী ঢাকায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ১০৩.২ মেগাহার্জে এবং চট্টগ্রামে একই সময় ১০৫.৩ মেগাহার্জে এফ এম ব্যান্ডে প্রচারিত হবে। তা ছাড়া এ'দুটি শহরের শ্রোতারা আজ থেকে এফ এম ব্যান্ডে স্পষ্টভাবে সিআরআআই'র ইংরেজী অনুষ্ঠান ঢাকায় প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ১০৩.২ মেগাহার্জে প্রচারিত হবে।
এ থেকে ঢাকা ও চট্টগ্রামের শ্রোতারা স্পষ্টভাবে সিআরআই'র অনুষ্ঠান শুনতে পারবেন। আমরা দীর্ঘদিন ধরে এ জন্য চেষ্টা করে আসছি এবং শ্রোতাদের দীর্ঘদিনের অনুরোধও ছিল বটে। ফলে আজ আমাদের বাংলা বিভাগের জন্য আরেকটি মাইলফলক। আমাদের আনন্দের দিন। এ জন্য আজ সোমবার থেকে আমরা আমাদের বাংলা অনুষ্ঠান নতুন করে সাজিয়ে সকল শ্রোতাদের সামনে তুলে ধরবো।
বিশেষ দিনে বিশেষ অনুষ্ঠান প্রচারিত হবে। তাহলে এখন আমরা শুরু করতে যাচ্ছি এফ এম ব্যান্ডে সিআরআই বাংলা অনুষ্ঠান প্রচারের প্রথম বিশেষ অনুষ্ঠান। বন্ধুরা, আমরা সিআরআই বাংলা বিভাগের সকল কর্মকর্তাদের পক্ষ থেকে এ অনুষ্ঠানটি শোনার জন্য আপনাদের সবাইকে স্বাগত ও উষ্ণ শুভেচ্ছা জানাই।
১৯৬৯ সালের ১ জানুয়ারী থেকে সিআরআই বাংলা অনুষ্ঠান প্রচার শুরু হয়। এ পর্যন্ত ৪১ বছর ধরে তা বিরামহীনভাবে চলছে। আমাদের অনেক শ্রোতাবন্ধুর নিশ্চয়ই এখনো স্পষ্ট মনে আছে, সিআরআই'র প্রথম নাম ছিল রেডিও পিকিং। কারণ এখনো অনেক শ্রোতাবন্ধু আমাদের সঙ্গে গল্প করার সময় রেডিও পিকিংয়ের কথা উল্লেখ করেন।
আমার মনে আছে, প্রথম দিকে সিআরআই'র বাংলা অনুষ্ঠান প্রতিদিন মাত্র ৩০ মিনিটের ছিল। ২০০৪ সালের জুলাই মাস থেকে এক ঘন্টা বাংলা অনুষ্ঠান শুরু হয়। তারপর থেকে আমাদের বাংলা ওয়েবসাইট এবং বাংলা ম্যাগাজিনের নিয়মিত প্রকাশ শুরু হয়। কর্মক্ষেত্র সম্প্রসারণের পাশাপাশি আমাদের শ্রোতা ও পাঠকের সংখ্যাও ধাপে ধাপে বেড়েছে।
গত ৪১ বছরে বিশ্বের ব্যাপক বাংলা ভাষাভাষী শ্রোতা বন্ধুরা সবসময় আমাদের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও আমাদের সঙ্গে থাকবেন বলে আমাদের বিশ্বাস। কারণ আমি আর আমার সহকর্মীরা কেবল তাদের জন্যই সুন্দরভাবে এ বাংলা অনুষ্ঠান প্রচারের প্রচেষ্টা চালাচ্ছি।
সম্প্রতি ঢাকায় আমাদের প্রতিনিধি ইয়াং ওয়ে মিং বিশেষ করে কয়েকজন বিশেষ ব্যক্তিত্বের সাক্ষাত্কার নিয়েছেন। তাঁরা চীনের সঙ্গে সহযোগিতা করার বিষয়ে নিজের মতামত এবং শ্রোতাদের জন্য কী কী অনুষ্ঠান প্রচার করা দরকার তার প্রস্তাবও করেছেন।
বাংলাদেশের সংস্কৃতি ও তথ্য মন্ত্রী আবুল কালাম আজাদ শুভেচ্ছা বাণী দিয়েছেন
এবারই হচ্ছে সিআরআই'র বাংলাদেশ বেতারের মাধ্যমে এফ এম ব্যান্ডে অনুষ্ঠান প্রচারের ক্ষেত্রে চীন আন্তর্জাতিক বেতার আর বাংলাদেশ বেতারের সহযোগিতার প্রথম ধাপ। এফ এম ব্যান্ডে অনুষ্ঠান প্রচারের আগে থেকোই বাংলাদেশ বেতার নানা দিক থেকে সিআরআইকে সাহায্য করেছে। আমি মনে করি, আমাদের এ বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের কথা না বলা ঠিক হবে না। কারণ, বাংলঅদেশবেতারের সাবেক মহাপরিচালক মাহবুবুল আলমও আমাদের যথেষ্ট সহায়তা করেছিলেন বন্ধুর মতই। একই সাথে বর্তমান মহাপরিচালক তার সহযোগিতার হাত বাড়িয়েছেন আন্তরিকতার সাথেই।
আমাদের সংবাদদাতা ইয়াং ওয়েই মিং বাংলাদেশ বেতারের মহাপরিচালক শামিম চৌধুরীর সাক্ষাত্কারও নিয়েছেন
বন্ধুরা, এখন আমাদের সহকর্মীদের কাছ থেকে জেনে নিন সিআরআই বাংলা অনুষ্ঠানের পরিবর্তিত রূপ কেমন হবে।
সোমবার: গল্পের কথায় চীন
আমিতো নানা ধরনের গল্প-কাহিনী শুনতে পছন্দ করি এবং আমি এটাও ভালো করে জানি যে, মিঃ পাই খাই ইউয়ান ও মাদাম ফেং সিউ ছিয়ান সাহিত্য অনুবাদের ক্ষেত্রে পারদর্শী। তা ছাড়া বিশাল দেশ চীন জুড়ে প্রাচীন কাল থেকে আজ পর্যন্ত কতো আকর্ষণীয় ও প্রাণ স্পর্শী কাহিনীর সৃষ্টি হয়েছে। তা যে কতটা আবেগপ্রবণ তা না শুনলে অনুভব করতে পারবেন ন। সুতরাং বন্ধুরা, সোমবারের চীনের কাহিনী'র আসরটি শুনতে ভুলবেন না কিন্তু।
মঙ্গলবার: চলুন বেড়িয়ে আসি
সময় পেলেই আমি দূরে কোথাও ভ্রমণে বেড়িয়ে পড়তে ভালবাসি।ঘুরে বেড়ানোর আনন্দই আলাদা। ভ্রমণে বেড়িয়ে পড়ার আগে টেলিভিশন, বেতারে, বইতে বা ম্যাগাজিন থেকে পর্যটন সম্পর্কিত নানা তথ্য সংগ্রহ করি, যাতে ভ্রমণকালে চলার পথে কোন রকম ঝামেলায় পড়তে না হয়। আর তাইতো পর্যটন অনুষ্ঠান আমার পছন্দের একটি বিশেষ অনুষ্ঠান। কাজের ফাঁকে কয়েক দিন ছুটি নিয়ে ভ্রমণ করতে পারলে ক্লান্তিকে ছাপিয়ে মনটা সতেজ ও উত্ফুল্ল হয়ে ওঠে। আমি আশা করি, আমাদের পর্যটন অনুষ্ঠানে শ্রোতাদের প্রয়োজনীয় কিছু তথ্য অবশ্যই দিতে পারবো এবং বিভিন্ন দেশের সুললিত সংগীতের তালে তালে নানা জায়গায় ভ্রমণের মজাও উপভোগ করতে পারবেন আপনারা। শ্রোতারা যদি কোন বিশেষ জায়গার তথ্য জানতে চান, তাহলে সরাসরি আমাদের সহকর্মী খোং চিয়া চিয়ার কাছে। তাঁরা অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেবেন।
বুধবার: সংস্কৃতি সম্ভার
সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে আমাদের মূল অনুষ্ঠানের অন্যতম। কারণ চীনের রয়েছে পাঁচ হাজারেরও বেশি বছরের ইতিহাস। সংস্কৃতি ক্ষেত্রে চীনের ঐতিহ্যের গভীরতা হিমালয়সম। এ বিষয়টি নিয়ে আলোচনার ক্ষেত্র এত বেশি যে বছর কেটে যাবে। আশা করি, এ অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে।
বৃহস্পতিবার: অর্থনীতির অগ্রযাত্রা
বন্ধুরা, আধুনিক যুগে বাণিজ্যিক অর্থনীতি কেবল যে বিশেষ গোষ্ঠী বা ব্যক্তির সাথে সম্পর্কিত তা নয়। বরং সমাজের প্রতিটি সম্প্রদায় এবং প্রতিটি মানুষের সঙ্গে তার রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। আমাদের বাংলাদেশ সফর করার সময় অনেক বন্ধু আমাদের অনুষ্ঠানে আরো বেশি অর্থনৈতিক অনুষ্ঠান সংযোজনের জন্য অনুরোধ করেছিলেন। তাই প্রতি বৃহস্পতিবারে আমরা 'অর্থনীতির অগ্রযাত্রা' অনুষ্ঠানটির প্র্রচার অবাহত রাখবো।
আমরা আশা করছি, সিআরআই'র অনুষ্ঠানমালা একটি মৈত্রী সেতুর মতো চীন ও বিদেশি বন্ধুদের মাঝে সম্মিলন ঘটাবে এবং আমাদের প্রয়াসে ও সাহায্যে আরো বেশি শ্রোতারা সত্যিকারের চীন সম্পর্কে আরো বেশি জেনে নিতে পারবেন এবং ভবিষ্যতে চীনের সঙ্গে বাণিজ্যিক আদান-প্রদান আরো জোরদার হবে। এটা অবশ্যই বিশ্বের বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যাণকর। মনে রাখবেন, চীনের বাণিজ্য ও অর্থনীতি ক্ষেত্রে কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিখতে পারেন, আমরা তার উত্তর দেয়ার চেষ্টা করবো।
শুক্রবারঃ মুক্ত মন মুক্ত চিন্তা
'মুক্ত মন মুক্তি চিন্তা' আসরে আমরা আগের মতোই বিশিষ্ট ব্যক্তিত্বদের সঙ্গে খোলা মনের আলাপ-আলোচনার মধ্য দিয়ে আপনাদের সামনে নানা ধরনের তথ্য তুলে ধরার চেষ্টা করবো। তা ছাড়া মিঃ শি চিং উ আর নতুন কর্মী মাং ফান সিন আপনাদেরকে সিআরআই'র সাংবাদিকের দৃষ্টিতে বিশ্ব আর পৃথিবীর নানা ধরনের বিস্ময়কর তথ্য আপনাদের জানাবেন। এ ছাড়াও শুক্রবারের অনুষ্ঠানে আপনারা চীনের এ সপ্তাহের সেরা সংগীতের ডালি থেকে বাছাই করা সুন্দর সুন্দর গানও শুনতে পাবেন। আমাদের বিশ্বাস, আমাদের এ অনুষ্ঠানও আপনাদের শুনতে ভুলবেন না। কারণ আমরা সবসময় নতুন নতুন বিষয় নিয়ে নির্মিত অনুষ্ঠান আপনাদের উপহার দেয়ার চেষ্টা করবো।
রবিবার: জীবন গানের দক্ষিণ এশিয়া
এর আগে অনেক শ্রোতা বার বার চিঠি লিখে আমাদের অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার ওপর আরো বেশি মনোযোগ দেয়ার অনুরোধ করেছেন। সত্যি কথা বলতে কি, এ বিষয়ে আমরা আপনাদের সবার সাথে পুরোপুরি একমত। তাই বিশেষ করে রবিবারে 'জীবন গানের দক্ষিণ এশিয়া' আসরটি প্রচারের সিদ্ধান্ত নিয়েছি।
চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ অভিনন্দন জানিয়েছেন
সম্প্রতি বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আর পরিবেশ ও বন প্রতি মন্ত্রী ড. হাসান মাহমুদ চীন সফর করেছেন। তাঁরাও এফ এম ব্যান্ডে আমাদের অনুষ্ঠান প্রচার সম্পর্কে নিজের মন্তব্য রেখেছেন।
বন্ধুরা, সময় দ্রুত চলে যায়। আজকের বিশেষ অনুষ্ঠানও প্রায় শেষ প্রান্তে এসেছে। আশা করি, এতোক্ষণ আমাদের পরিচয়ের মধ্য দিয়ে আপনারা সিআরআই'র নতুন বাংলা অনুষ্ঠান সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |