Web bengali.cri.cn   
গণিতের ভেতর গণিতের শিল্পকলা
  2010-12-03 10:57:53  cri

 হিসেবের খাতায় হিসেব মেলাতে গিয়ে কার না হিম শিম খেতে হয় নি কোনদিন কেউ কি তা দিব্যি দিয়ে বলতে পারেন ? হিসেব জিনিসটাই আমাদের কাছে বিশেষ করে সাধারণ মানুষের একটা জটিল বিষয়। বিশ্ব জুড়ে দেখা যায় লেখাপড়ার জীবনে বেশিরভাগ ছাত্রছাত্রীই হিসেবের কোন শাখায় স্বাচ্ছন্দ বোধ করে না। কিন্তু কেউ কেউ এর ঠিক উল্টোটা। বরং পাটি গণিত, বীজ গণিত, জ্যামিতি আর সরল অংকটাকেই জীবন ক্ষেত্রে সরল মনে করে একে আকড়ে ধরে কাজ করতে ভালোবাসেন। তারা শিল্প, সাহিত্য আর সংস্কৃতির ধারায় গণিতটাকেও সুকুমার শিল্পের দৃষ্টিকোণ থেকে দেখেন। এমনি একজন গণিত বিশেষজ্ঞ ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহির চক্রবর্তী ও তার সহধর্মিনী নমিতা চৌধুরী। তিনিও একজন স্বনামধন্য কবি ও ব্যক্তি জীবনে শিক্ষিকা। কোয়াংচৌতে এসেছিলেন গণিত বিষয়ক একটা সেমিনারে। তারা দুজনই পেইচিং বেড়াতে এসেছিলেন। উদ্দেশ্য ছিল গ্রেট ওয়ালসহ ঐতিহাসিক স্থানগুলো দেখা। এরই ফাঁকে একদিন এসেছিলেন আমাদের ষ্টুডিওতে। সেই সুযোগে 'মুক্ত মন মুক্ত চিন্তা' অনুষ্ঠানে তাদের সাথে আমাদের কথা হয় খোলা মেলা। সে অনুষ্ঠানটিই আপনাদের জন্য আমরা এখানে তুলে ধরলাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040