Web bengali.cri.cn   
 চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী
  2010-10-14 18:58:06  cri
চীন ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী উপলক্ষ্যে চীনা গণ বৈদেশিক মৈত্রী সোমিতি ও চীনে বাংলাদেশের দোতাবাসের যৌথ উদ্যোগে ১৩ অক্টোবর সন্ধ্যায় পেইচিংয়ে রাষ্ট্রীয় অতিথী ভবণে একটি উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীন-বাংলাদেশ মৈত্রী সোমিতির চেয়ারম্যান হোখ্যাং , চীনা গণ বৈদেশিক মৈত্রী সোমিতির ভাই চেয়ারম্যান ফেন চো খু , চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনসি ফাইজ আহমেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের মহা পরিচালক ইয়াং ইয়েন ইসহ ৫০০ জনেরও বেশী সদস্য এই উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদযাপনী অনুষ্ঠানে চীনা গণ বৈদেশিক সোমিতির ভাইস চেয়ারম্যান ফেন চো খু তাঁর বক্তৃতায় বলেছেন,

চীন ও বাংলাদেশের মধ্যে মৈত্রী সুদীর্ঘকালের। দু'দেশ দুটো প্রতিবেশী দেশ। দু'দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছরে দু'দেশের সম্পর্ক নানা ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত ৩৫ বছর ধরে আর্থ-বাণিজ্যিক , সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশে মধ্যে ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালানো হয়েছে। আঞ্চলিক শান্তি , স্থিতিশীলতা ও উন্নয়নের জন্য চীন ও বাংলাদেশ উভয়ই অবদান রেখেছে। গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদিতে চীন বাংলাদেশের সঙ্গে সম্মিলিতভাবে সহযোগিতা চালাতে ইচ্ছুক।

ভাইস চেয়ারম্যান ফেন চো খু আরও বলেন, চীন ও বাংলাদেশের মধ্যে সরকারী ও বে সরকারী উন্নয়নের সহযোগিতা দ্রুত গতিতে বিকশিত হয়েছে। চীনের সবচেয়ে বড় বে সরকারি সংস্থা হিসেবে চীন গণ বৈদেশিক সোমিতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানও রেখেছে। তিনি বলেন,

গণ মৈত্রী এগিয়ে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় বে সরকারি সংস্থা হিসেবে চীনের গণ বৈদেশিক সোমিতি সর্বদাই বাংলাদেশের সঙ্গে নানা ধরনের বে সরকারী সৌহার্দপূর্ণ আদান প্রদান চালিয়ে আসছে। যার ফলে দু'দেশের জনগণের মধ্যে সমঝোতা ও মৈত্রী জোরদার হয়েছে।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত মনসি ফাইজ আহমেদ তাঁর বক্তৃতায় দু'দেশের মৈত্রীর ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন,

বাংলাদেশ ও চীনের মৈত্রী সুদীর্ঘকালের। গত ৩৫ বছর ধরে বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক স্থায়ী ও স্থিতিশীলভাবে বিকশিত হয়েছে। বতর্মানে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে নানা ধরনের সহযোগিতা চালানো হচ্ছে। তা ছাড়া , দু'দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ও ঘনঘন হচ্ছে।

চীন-বাংলাদেশ মৈত্রী সোমিতির চেয়ারম্যান হো খ্যাং চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন,

আমরা আশা করি, বিভিন্ন ক্ষেত্রে চীন ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও বাড়ানো হবে। বিশেষ করে কৃশি ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতার ভবিষ্যত উজ্জ্বল। এ ক্ষেত্রে আমাদের দু'দেশের মধ্যে অনেক অভিজ্ঞতার ভাগাভাগি করা যায়।

অবশেষে রাষ্ট্রদূত মুনসি ফাইজ আহমেদ চীন আন্তর্জাতিক বেতারের নিজস্ব সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন,

গত ৩৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে। ভবিষ্যতে দু'দেশের মধ্যে সহযোগিতা আশাবাদী। গত ৩৫ বছরে অবকাঠামো নির্মাণে চীন বাংলাদেশকে যে সাহায্য করেছে আমি তার জন্য ধন্যবাদ জানাই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040