Web bengali.cri.cn   
বিশ্বের জলবায়ু ও পরিবেশ : মানুষের অস্তিত্বের প্রশ্ন
  2010-12-03 10:57:53  cri

 সুপ্রিয় বন্ধুরা, আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান 'মুক্ত মন মুক্ত চিন্তা' আসরে এবার এসেছিলেন বাংলাদেশের দু'জন বিশিষ্টজন। তাঁরা দু'জনই একাধারে পরিবেশবিদ, সাংবাদিক ও শিক্ষকতার পেশায় নিয়োজিত থেকেছেন দীর্ঘদিন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের ওপর তাদের সচেষ্ট উদ্যোগ ও কর্মধারা বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব পর্যায়ে পৌঁছেছে। এ দু'জনের একজন হলেন অধ্যাপক ডক্টর আনসারুল করীম। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পর পরিবেশসহ সামাজিক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন আস্টে পৃষ্ঠে। আরেকজন হলেন সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। তিনি একাধারে বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের চেয়ারম্যান, জাতিসংঘ জলবায়ু সম্মেলনের সহ সভাপতি এবং পরিবেশ সংক্রান্ত ৭৭ জাতি গোষ্ঠির একজন অন্যতম নিগোসিয়েটরসহ পরিবেশ বিষয়ক জাতিসংঘের বিভিন্ন ফোরামের সদস্য।

এবারে এ দু'জন পরিবেশবিদ চীনের থিয়েনচিনে এসেছিলেন এ বছর নভেম্বরের ২৯ তারিখ থেকে শুরু হয়ে মাসব্যাপী চলা মেক্সিকোর কানকুন সম্মেলন ২০১০-এর প্রাক প্রস্তুতি ও সমঝোতা নির্ধারণী সভায় অংশ নিতে। থিয়েন চীনের এবারের এ সম্মেলনে অংশ নিতে বিশ্বের প্রায় তিন হাজার পরিবেশবিদ এসেছেন। দু'দিনের জন্য এসেছিলেন পেইচিংয়ে গ্রেট ওয়াল ও ফরবিডেন সিটিসহ ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতে। এরই ফাঁকে একদিন আমাদের বেতারের স্টুডিওতে তাদের সাথে খোলামেলা কথাবার্তা হলো বিশ্বের বর্তমান পরিবেশগত অবস্থা বিশেষ করে জলবায়ুর উষ্ণায়ন ও তার প্রতিকার নিয়ে। শোনা যাক তাহলে তাদের বিশ্লেষণমূলক আলোচনা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040