Web bengali.cri.cn   
২০ সেপ্টেম্বর শাংহাইয়ে বাংলাদেশের স্মরণীয় দিবস
  2010-12-03 10:57:53  cri

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ফারুক খান আর চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সোং থাও বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন

 ২০ সেপ্টেম্বর শাংহাই বিশ্বমেলা উদ্যানে বাংলাদেশের জাতীয় সংগীতের তালে তালে সে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বাংলাদেশ প্যাভিলিয়ন দিবস উদযাপনী অনুষ্ঠান শুরু হয়। আজকের মুক্ত মন মুক্ত চিন্তা আসরে আমি সে বিশেষ দিনটির স্মরণের কথা আপনাদের শোনাবো।

সকাল সাড়ে দশটায় চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সোং থাও, শাংহাই বিশ্বমেলার চীন সরকারের ডেপুটি কমিশনার চাও চেন ইয়ু, বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী ফারুক খান, বিশ্বমেলা বিষয়ক বাংলাদেশের কমিশনার মোঃ নজরুল ইসলাম, চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদসহ দু'দেশের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা নৃত্য ও কন্ঠ শিল্পীরা চীনা দর্শকদের উদ্দেশ্যে বাংলাদেশের একটি চমত্কার সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশন করেন। দু'দেশের নেতৃবৃন্দের ভাষণ এবং বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা থেকে সাধারণ চীনা দর্শকরা বাংলাদেশকে আরো ভালো জানতে পেরেছেন।

অনুষ্ঠানের পর আমি বাংলাদেশের প্যাভিলিয়নে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী ফারুক খানের একটি সাক্ষাত্কার নিয়েছি।

চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমদ আর তাঁর স্ত্রী বাংলাদেশ প্যাভিলিয়ন দিবসের জন্য পেইচিং থেকে শাংহাইয়ে এসেছেন। উদযাপনী অনুষ্ঠান দেখার পর তাঁরা আমাদের সাক্ষাত্কার দিয়েছেন।

এখন শাংহাইয়ে প্রায় শ'দুয়েক বাংলাদেশী লেখাপড়া করেন বা চাকরি করেন। বিশ্বমেলা চলাকালে তাদের মধ্যে কেউ কেউ স্বেচ্ছাসেবক হিসেবে বিশ্বমেলা উদ্যানে কাজ করেন। এ দিন আমার সহকর্মী সুয়েই ফেই ফেই তাদের সাক্ষাত্কারও নিয়েছেন।

বাংলাদেশের নৃত্য শিল্পীরা নাচ করছেন

বাংলাদেশের প্যাভিলিয়ন দিবস উদযাপন যে কেবল চীনের তথ্য মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে তা নয়, বরং বাংলাদেশের অনেক তথ্য মাধ্যমের সাংবাদিকও এসেছেন। যেমন বাংলাদেশ টেলিভিশন, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক জনকন্ঠের সংবাদিকরাও উপস্থিত ছিলেন। সাংবাদিকের দৃষ্টিতে বিশ্বমেলাকে কেমন মূল্যায়ন করেন, তা জানার জন্য আমি বাংলাদেশের দৈনিক যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ শাহনেওয়াজ করিমের সাক্ষাত্কার নিয়েছি।

বন্ধুরা, এতোক্ষণ আপনারা ২০ সেপ্টেম্বর বিশ্বমেলায় বাংলাদেশের প্যাভিলিয়ন দিবস উদযাপন সম্পর্কিত বিশেষ সাক্ষাত্কারভিত্তিক অনুষ্ঠান শুনছেন। উল্লেখ্য যে, সেই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যি সত্যি চমত্কার। বিশেষ করে শেষের নৃত্য আমাদের ভীষণ ভালো লেগেছে। আমরা নৃত্যের সংগীত শুনে শুনে আপনাদের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। আবার কথা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040