Web bengali.cri.cn   
শান তুং প্রদেশের স্থানীয় গণ কংগ্রেসের প্রতিনিধি দলের কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের সফর
  2010-12-03 10:58:18  cri

১৪ সেপ্টেম্ব চীনের শান তুং প্রদেশের স্থানীয় গণ কংগ্রেসের প্রতিনিধি দল প্রাদেশিক গণ কংগ্রেসের উপ-মহাপরিচালক লিউ ইয়ু কুংয়ের নেতৃত্বে কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট সফর করেছে। কায়রো বিশ্ববিদ্যালয়ের সাহিত্য বিভাগের মহাপরিচালক এবং চীনা পক্ষের মহাপরিচালক লি শেং চুন কায়রো বিশ্ববিদ্যালয়ের সাহিত্য কলেজের ভবনে এ প্রতিনিধি দলের অভ্যর্থনা করেন।

প্রথমে সাহিত্য বিভাগের মহাপরিচালক কায়রো বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শান তুং প্রদেশের এ প্রতিনিধি দলের স্বাগত জানান এবং চীন ও মিসরের মৈত্রীর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে মিসর ও চীনের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের ব্যাপক সহায়তায় কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট চীনা ভাষা শিক্ষাদান এবং দু'দেশের সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বেশ সাফল্য অর্জন করেছে। কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের আরো উন্নয়নের সঙ্গে সঙ্গে যা আরো বেশি ভূমিকা পালন করতে পারবে। যা ইতোমধ্যেই মিসর ও চীনের শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট হচ্ছে উত্তর আফ্রিকায় সবার আগে প্রতিষ্ঠিত এক কনফুসিয়াস ইন্সটিটিউট।

শানতুং হচ্ছে কনফুসিয়াসের জন্মস্থান। কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের উন্নয়নে শানতুং যথাসাধ্য প্রচেষ্টা চালিয়ে যাবে। কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউট আরো সমৃদ্ধ করবে বলে তিনি শুভকামনা করেন। এ কনফুসিয়াস চীন ও মিসরের সাংস্কৃতিক বিনিময় ও দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময়ে আরো বেশি অবদান রাখার ব্যাপারে তিনি আশা ব্যক্ত করেন।

এ প্রতিনিধি দল কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের পরিদর্শন করে। কায়রো বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইন্সটিটিউটের শিক্ষাদান ও সাংস্কৃতিক বিনিময় তত্পরতার ভূয়সী প্রশংসা করে এ প্রতিনিধি দল।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040