Web bengali.cri.cn   
জাতিসংঘ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সম্মেলন শুরু
  2010-09-21 14:30:15  cri
    জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য সম্পর্কিত উচ্চপর্যায়ের সম্মেলন ২০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে শুরু হয়েছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং ১৪০টি দেশের নেতা ও সরকারী নেতৃবৃন্দ সম্মেলনে অংশ নিচ্ছেন।

    ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ১৮৯টি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সহস্রাব্দ শীর্ষ সম্মেলনে 'সহস্রাব্দ ঘোষণা' গ্রহণ করেন এবং ২০১৫ সালের মধ্যে ১৯৯০ সালের পর্যায় থেকে বিশ্বের দরিদ্র লোকসংখ্যা অর্ধেকে কমানোসহ ৮টি লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার করেন।

    এদিন বান কি মুন তাঁর ভাষণে বলেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য নির্ধারিত হওয়ার পর যদিও অনেক ঝামেলা ও সন্দেহের সম্মুখীন হয়, তবুও ২০১৫ সাল শেষ নাগাদ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তব করা সম্ভব।

    এবার সম্মেলন তিনদিন চলবে। অংশগ্রহণকারী বিভিন্ন দেশের নেতারা এবং আন্তর্জাতিক সংস্থার দায়িত্বশীল ব্যক্তিরা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের কার্যকরিতা এবং তা কীভাবে দ্রুত করা যায় তা নিয়ে মতামত প্রকাশ করবেন ।

    (সুবর্ণা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040