
সিআরআই বাংলা বিভাগের বিশেষজ্ঞ শিহাবুর রহমান, মোফিজুর রহমান ও আবাম ছালাউদ্দিন
আজ ১০ সেপ্টেম্বর হচ্ছে মুসলমানদের ঐতিহ্যিক পবিত্র ঈদুল ফিত্র। এ দিন বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুসলমানরা এদিনটিকে উত্সবের আনন্দের মধ্য দিয়ে উপভোগ করেন। যারা চীনে আছেন, তারা কীভাবে ঈদুল ফিতর কাটান। তা জানার জন্য সিআরআই'র তিন জন বাঙ্গালী বিশেষজ্ঞ মোফিজুর রহমান, শিহাবুর রহমান, আবাম ছালাউদ্দিন আর ইয়ু কুয়াং ইউয়ে বাংলা বিভাগের রেকর্ডিং স্টুডিওতে ঈদুর ফিতর নিয়ে খোলামেলা আলাপ-আলোচনা করেছেন। বিশেষ করে তাঁরা তাঁদের ছোট বেলার ঈদুল ফিত্রের মজার মজার সব কথাও স্মরণ করেছেন। ১০ সেপ্টেম্বর 'মুক্ত মন মুক্ত চিন্তা' আসরে এ আলোচনা অনুষ্ঠানটি প্রচার হয়েছে। বন্ধুরা, এখন এখানে শুনুন।