Web bengali.cri.cn   
সু ইয়ান চি'র গান 'সৌভাগ্যের দিন'
  2010-08-30 18:04:53  cri

সিঙ্গাপুরের গায়িকা সুন ইয়ান চি

 আমাদের জীবনে সংগীত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন সকাল বেলা বিছানা থেকে উঠে বাইরের সুন্দর সূর্যালোক দেখার সাথে সাথে একটি সুমধুর গান শোনার পর সারাটা দিন মনের ভাব উত্ফুল্ল থাকে। আজ তাই অনুষ্ঠানের শুরুতেই কথা ও সুর এর আসরে 'সৌভাগ্যের দিন' নামের গানটি শুনুন। আশা করি, এ গানটি আপনাদেরকে মনের ভাবকে আনন্দময় করে তুলবে।

এ গানটি গেয়েছেন সিঙ্গাপুরের চীনা বংশোদ্ভুত গায়িকা সুন ইয়ান চি। তার মাথা জুড়ে সবসময় ছোটো করে ছাঁটা চুল, পাতলা তবে স্বাস্থ্যবান, ততটা সুন্দরী না বলতে পারলেও তিনি সহজ, সরল ও প্রাণবন্ত একজন মানুষ। এ পর্যন্ত তার ১০টি ব্যক্তিগত অ্যালবাম বেড়িয়েছে, ৩৭টি একক সংগীতানুষ্ঠানে অংশ নিয়েছেন এবং সংগীত ক্ষেত্রে ২০০টিরও বেশি পুরস্কার পেয়েছেন। সুন ইয়ান চি তাঁর বৈশিষ্টপূর্ণ কন্ঠস্বর আর সংগীতের প্রতি সীমাহীন আবেগ দিয়ে অসংখ্য দর্শক ও শ্রোতাদের মন জয় করেন।

'সৌভাগ্যের দিন' এ গানের কথা হলো, 'আমি একটি বড় বাড়ি চাই। তাতে খুব বড় জানালা থাকবে। সূর্যালোক ঘরের ভেতর চলে আসবে এবং আমার লেপ গরম করে দেবে। আমি একটি বড় বাড়ি চাই। এতে অনেকগুলো কক্ষ থাকবে। একটি কক্ষে সবচেয়ে দ্রুত গতির ইন্টারনেট থাকবে। একটি কক্ষে অনেকগুলো গিটার থাকবে। একটি কক্ষে আমার সুন্দর সুন্দর পোশাক থাকবে। রাতে আমি তেমন একটা ঘুমাবো না। দিনের বেলায় আমি বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করবো। আমার ছোট্ট কুকুরটি সারা ঘর জুড়ে দৌঁড়ে বেড়াবে। আমি এ বাড়িতে সারাটা দিন একাই কাটিয়ে দেব।'

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040