শ্রীলঙ্কার অর্থনৈতিক প্রবৃদ্ধি গত বছরের তুলনায় বেড়ে দ্বিগুণ হতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। শ্রীলংকা সফররত আইএমএফ মিশন প্রধান ব্রায়ান এইটকেন সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, "চলতি বছর শ্রীলঙ্কা ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হবে বলেই ধারণা করছি আমরা। এটি হবে ২০০৯ সালে দেশটির অর্জিত মোট প্রবৃদ্ধির প্রায় দ্বিগুণ। জাতিগত দ্বন্দ্বের অবসান হওয়ায় এ বছর দেশটির উত্তর-পূর্বাঞ্চলের উত্পাদন উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, যা সার্বিকভাবে প্রবৃদ্ধির হার বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।"
এমন সম্ভাবনাময় অগ্রগতির কারণে শ্রীলঙ্কা আইএমএফ প্রতিশ্রুত ২৬০ কোটি ডলারের প্রণোদনা তহবিলের চতুর্থ কিস্তি পেতে পারে বলেও ইঙ্গিত দেন এইটকেন। গত বছরের জুলাই মাসে শ্রীলঙ্কার জন্য এ প্রণোদনা তহবিলের অনুমোদন দেয় আন্তর্জাতিক এ আর্থিক সংস্থাটি।
তিনি বলেন, "আমরা মনে করছি শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের পথে শ্রীলঙ্কার সবকিছুই ঠিকঠাক মতো এগিয়ে চলছে। আর এতে করে শ্রীলঙ্কাকে অনুমোদিত প্রণোদনা তহবিলের চতুর্থ কিস্তি প্রদানের ব্যাপারে সুপারিশ করার সুযোগ তৈরি হয়েছে।" চতুর্থ কিস্তিতে আইএমএফের কাছ থেকে ১২০ কোটি ডলার ঋণ পাওয়ার কথা শ্রীলঙ্কার। (সূত্র: ইন্টারনেট)