বাংলাদেশে বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ এই প্রথমবারের মতো ১১ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কেন্দ্রীয় বাংলাদেশ ব্যাংকের পরিসংখানে দেখা যায়, রোববার বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ দাঁড়ায় ১১ দশমিক ২০ বিলিয়ন ডলারে। আন্তর্জাতিক মান অনুযায়ী, কোনো দেশের তিন মাসের আমদানি ব্যয় মিটানোর মতো বৈদেশিক মুদ্রার মজুতকে নিরাপদ মজুত বলে মনে করা হয়। বাংলাদেশে যে মজুতের পরিমাণ দাঁড়ালো তা দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
গভর্নর জানান, মূলত প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ওপর ভর করেই দীর্ঘ সময় রিজার্ভ সন্তোষজনক অবস্থায় রয়েছে। গত জুনে শেষ হওয়া ২০০৯-১০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ১০ দশমিক ৯৭ বিলিয়ন ডলারের রেকর্ড পরিমাণ অর্থ দেশে পাঠান। এ অঙ্ক ছিল আগের অর্থবছরের চেয়ে ১৩.২৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম মাস অর্থাত্ জুলাইয়ে ৮৪ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন তাঁরা। বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের বিগত শাসনামলের শেষদিকে অর্থাত্ ২০০১ সালে বৈদেশিক মুদ্রার মজুতের পরিমাণ ১ বিলিয়ন ডলারে নেমে এসেছিল। (সূত্র: কালের কন্ঠ)