তৈরি পোশাক, চামড়া ও হস্তশিল্প খাতে নতুন করে ২২ কোটি ৫০ লাখ ডলারের প্রণোদনা প্যাকেজ বরাদ্দের ঘোষণা দিয়েছে ভারত সরকার। বিশ্ব অর্থনৈতিক মন্দার বৈরী প্রভাব থেকে এ রপ্তানি খাতগুলো যাতে বেরিয়ে আসতে পারে সে লক্ষ্যেই এ নতুন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলো বলে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়। দেশটির বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা এ প্রসঙ্গে বলেন, "আমরা এখনো পুরোপুরি বিপদমুক্ত নই। আর এ কারণেই রপ্তানিকারকদের জন্য করমুক্ত সীমা বাড়ানো হয়েছে। পাশাপাশি তাদের ভর্তুকি ঋণসহায়তাও দেওয়া হচ্ছে।"
শর্মা বলেন, বিশ্ব অর্থনীতির অনিশ্চয়তার কারণে এখনো মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়াতে সক্ষম না হওয়া ভারতের পোশাক শিল্প, হস্তশিল্প, চামড় ও অন্যান্য শ্রমঘন শিল্পখাতে সহায়তা বাড়ানো হবে যাতে করে এগুলো পুরোপুরিভাবে মন্দা কাটিয়ে উঠতে পারে। তিনি আশা করেন, চলতি অর্থবছরে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০ হাজার কোটি ডলারের পণ্য বহির্বিশ্বে রপ্তানি করা সম্ভব হবে। বিশ্ব অর্থনীতির দুর্বল প্রবৃদ্ধির কারণে পশ্চিমা বাজারগুলোতে চাহিদা পড়ে যাওয়ায় গত জুলাই মাসে ভারতের রপ্তানি প্রবৃদ্ধি কিছুটা কমে যায়। (সূত্র: এএফপি)