সম্প্রতি পশ্চিমা তথ্য মাধ্যমে প্রকাশিত চলতি বছরের দ্বিতীয় কোয়ার্টারে চীনের অর্থনীতির মোট পরিমাণ জাপানকে ছাড়িয়ে বিশ্বের দ্বিতীয় স্থানে উঠে এসেছে সংক্রান্ত রিপোর্টের প্রেক্ষাপটে জাপান নোমুরা ইন্সটিটিউট অব ক্যাপিট্যাল মার্কেট রিসার্চের উর্ধ্বতন গবেষক সি এইচ কাউন সম্প্রতি বলেছেন, চীন-জাপান অর্থনৈতিক সম্পর্কের পরিপূরকতা শক্তিশালী। চীনের অর্থনীতির উন্নয়ন জাপানের জন্য ইতিবাচক। এ থেকে দু'দেশ অভিন্ন উন্নয়নের পথ খুঁজে বের করতে পারবে।
চীনের অর্থনীতির মোট পরিমাণ জাপানকে ছাড়িয়ে যাওয়া সম্পর্কে তিনি বলেন, এটা একটি স্বাভাবিক প্রবণতা। সংস্কার ও মুক্তদ্বার নীতি শুরু হওয়ার পর চীনের অর্জিত বিরাট অর্থনৈতিক সফলতার অভিজ্ঞতা জাপানের জন্য শিক্ষণীয়। তিনি বলেন, গত কয়েক বছরে চীনের অর্থনীতির মোট পরিমাণ অব্যাহত বাড়ছে। চলতি বছর জাপানকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। জাপান চীনের কাছ থেকে অভিজ্ঞতা নিতে পারে।
খোং চিয়া চিয়া