Web bengali.cri.cn   
জুলাই মাসে চীনের কিছু অর্থনৈতিক সূচকের বৃদ্ধির হার নেমেছে
  2010-08-11 18:32:40  cri

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ১১ আগস্ট প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত জুলাই মাসে শিল্প উত্পাদন ও সমাজের ভোগ্যপণ্যের খুচরা-বিক্রির মোট মূল্যসহ নানা অর্থনৈতিক সূচকের বৃদ্ধির হার নেমেছে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য মুখপাত্র শেং লাই ইয়ুন বলেন, চীন সরকারের সামষ্টিক নিয়ন্ত্রণের প্রভাবে এমন ফলাফল হয়েছে।

শেং লাই ইয়ুন শিল্প নিয়ে বিশ্লেষণ করে বলেন, জুলাই মাসে চীনের শিল্পের বর্ধিত-মূল্য জুন মাসের তুলনায় ০.৩ শতাংশ কম। এর মধ্যে ৭০ শতাংশই ভারী শিল্প হ্রাসের কারণে সৃষ্টি হয়েছে।

তিনি করেন, এখন চীন শিল্পায়ন ও শহরায়নের দ্রুতগতিতে রূপান্তরের পর্যায়ে রয়েছে। এখানে পূঁজি বিনিয়োগ ও ভোগের চাহিদা বৃদ্ধির অবকাশ বিরাট। এ দুটি উপাদান থাকার ফলে বর্তমানে চীনের অর্থনীতি আরো প্রবল প্রবৃদ্ধির প্রবণতা বজায় রাখবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040