Web bengali.cri.cn   
বিশ্বের ৬০ জন কনফুসিয়াস ইনস্টিটিউটের বিদেশী পরিচালক সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে উর্ধতন কোর্সে অংশ নিচ্ছেন
  2010-08-09 19:49:21  cri

বিশ্বের পাঁচটি মহাদেশ থেকে আসা ৬০ জন কনফুসিয়াস ইনস্টিটিউটের বিদেশী পরিচালকগণ ৯ আগস্ট দক্ষিণ চীনের সিয়ামেনে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় চীনা ভাষা শিক্ষাদান কার্যালয়ের আয়োজিত ২০১০ সালের কনফুসিয়াস ইনস্টিটিউটের বিদেশী পরিচালকদের উর্ধতন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁরা সিয়ামেনে এক সপ্তাহব্যাপী গবেষণা করবেন এবং প্রশিক্ষণ নেবেন।

চীনের জাতীয় চীনা ভাষা শিক্ষাদান কার্যালয় আর কনফুসিয়াস ইনস্টিটিউটের সদর দপ্তরের যৌথ উদ্যোগে সিয়ামেন বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা আন্তর্জাতিক সম্প্রচার সংক্রান্ত দক্ষিণ কেন্দ্র আয়োজিত এবারের উর্ধতন কোর্সের উদ্দেশ্য হচ্ছে চীন ও বিদেশের সহযোগিতার দৃষ্টি থেকে বিশ্বের বিভিন্ন কনফুসিয়াস ইনস্টিটিউটের বিদেশী পরিচালকদের জন্য একটি বিনিময়ের সুযোগ করে দেয়া এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করা।

কনফুসিয়াস ইনস্টিটিউট ২০০৪ সালে প্রথম প্রতিষ্ঠিত হয়। ছয় বছর প্রচেষ্টার পর এখন সারা বিশ্বে ৩১৬টি কনফুসিয়াস ইনস্টিটিউট আর ৩৪০ কনফুসিয়াস ক্লাসরুম চালু রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040