|
ফ্রান্সের দক্ষিণাঞ্চলের আভিগনন হচ্ছে জাতিসংঘ শিক্ষা , বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর বিশ্ব সাংস্কৃতিক পুরাকীর্তির তালিকাভূক্ত একটি ছোট নগর । প্রতি বছরের জুলাই মাসে এ নগর একটি অপেরা নগরে পরিণত হয় । হাজার হাজার অপেরা অনুরাগী এখানে এসে বছরে একবার অপেরা উত্সবে অংশ নেন ।
১৯৪৭ সালে ফ্রান্সের বিখ্যাত অপেরা পরিচালক জিয়ান ভিলার প্রথম আভিগনন অপেরা উত্সব চালু করেন । তার উদ্দেশ্য হচ্ছে ফ্রান্সের সংস্কৃতি ও শিল্পকলার পুনরুত্থান ও উন্নয়ন ত্বরান্বিত করা এবং উচ্চ মানের অপেরাকে থিয়েটার থেকে বেরিয়ে জনসাধারণের সামনে নিয়ে যাওয়া । এ পর্যন্ত এ উত্সব ৬৪ বছর ধরে চলে আসছে ।
এ বছরের উত্সব ৭ জুলাই শুরু হয় । আনুষ্ঠানিক অপেরা ২৭ জুলাই পর্যন্ত মঞ্চস্থ হবে এবং অনানুষ্ঠানিক অপেরা ৩১ জুলাই পর্যন্ত চলতে থাকবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |