Web bengali.cri.cn   
তহবিল বাড়ানোর উদ্যোগ আইএমএফের
  2010-07-22 20:23:54  cri
গত দু'বছর ধরে চলমান বিশ্বমন্দার মতো ভবিষ্যত অর্থনৈতিক সংকট মোকাবিলার লক্ষ্যে সম্পদ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এ সপ্তাহে দ্য ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সম্পদের পরিমাণ সাড়ে সাত হাজার কোটি ডলার থেকে ১০ হাজার কোটি ডলার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এ আর্থিক সংস্থাটি। পত্রিকায় এক সাক্ষাত্কারে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ডমিনিক স্ট্রস কান জানান, বিশ্বব্যাপী অর্থসংকট বা মন্দাবস্থায় ঋণ প্রদানের ক্ষমতা বাড়াতে সংস্থাটি ভবিষ্যতের আগাম সতর্কতা হিসাবে ঋণের পরিধি বাড়াতে যাচ্ছে। সংকট চিহ্নিত করার চেয়ে সংকট ঠেকাতেই আইএমএফ এখন বেশি মনোযোগ দিতে ইচ্ছুক। (সূত্র: এএফপি)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040